ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

সরানো হচ্ছে আরও ২০ দেশের রাষ্ট্রদূত

২০২৪ ডিসেম্বর ১০ ২১:৫৭:৪৪
সরানো হচ্ছে আরও ২০ দেশের রাষ্ট্রদূত

ডুয়া নিউজ: অন্তর্বর্তী সরকার সম্প্রতি দেশের বিভিন্ন মিশনে রাষ্ট্রদূত পরিবর্তনের প্রক্রিয়া শুরু করেছে। এর অংশ হিসেবে আরও ২০টি দেশে রাষ্ট্রদূত বদলের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য প্রকাশ করেন।

তিনি জানান, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আসা সুপারিশগুলো বিবেচনায় নিয়ে রাষ্ট্রদূতদের রদবদল করা হচ্ছে। ডিসেম্বর মাসে কিছু রাষ্ট্রদূত পিএলআরে (পূর্বলগ্ন পুনর্বহাল) চলে যাবেন এবং তাদের রিকলে করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন কূটনৈতিক পদে পরিবর্তন ঘটে চলেছে এবং বেশ কয়েকজন রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা হয়েছে। বিদেশি মিশনে দায়িত্ব পালনকারী অনেক কূটনীতিকের প্রেষণ চুক্তি বাতিল করা হয়েছে এবং এই পরিবর্তনের প্রক্রিয়া বর্তমানেও চলমান রয়েছে।

আজাদ মজুমদার বলেছেন, এই সব পরিবর্তনের একটি প্রশাসনিক প্রক্রিয়া রয়েছে, যার জন্য আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হচ্ছে না। তবে এটি নিশ্চিত যে, তৈরিকৃত পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্রদূত বদলের কাজ চলছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে