ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারাল টাইগ্রেস যুবারা

২০২৫ জানুয়ারি ২৮ ১২:৪২:০২
বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারাল টাইগ্রেস যুবারা

ডুয়া ডেস্ক : অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের টাইগ্রেস যুবারা।

মঙ্গলবার কুয়ালালামপুরের বেইউমাস ওভালে সুপার সিক্সের গ্রুপ ওয়ানের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।

ভারি বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ খুব একটা সুবিধে করতে পারেনি। বাংলাদেশ বোলারদের দাপটে একের পর এক উইকেট হারায় তারা। ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা ৬ উইকেট হারিয়ে ৫৪ রান করতে সক্ষম হয়। সর্বোচ্চ ১৬ রান করে অপরাজিত থাকেন আমরিতা রামতাহাল। এছাড়া ১৩ রান করেন নাইজান্নি চুম্বেরব্যাচ।

নিশিতা আক্তার নিশি ৩টি উইকেট দখল করেন। আর আনিসা আক্তার সোবা ২টি উইকেট শিকার করেন।

৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনারের দৃঢ়তায় নবম ওভারেই বিনা উইকেটে জয় লাভ করে বাংলাদেশ। ফহোমিদা ছোয়া ১৪ ও জুয়াইরিয়া ফেরদৌস ২৫ রানে অপরাজিত থাকেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে