ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ট্রেন চলাচল বন্ধ : দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে

২০২৫ জানুয়ারি ২৮ ১২:২৮:৪২
ট্রেন চলাচল বন্ধ : দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে

ডুয়া নিউজ : বাংলাদেশ রেলওয়ে গার্ড কাউন্সিল ঢাকা শাখার সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কমলাপুর স্টেশন শাখার সভাপতি নাজমুল হাসান অপু বলেছেন, সমস্যার সমাধানের দাবিতে সারা দেশে কর্মবিরতি শুরু করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে কথা এ কথা বলেন তিনি।

নাজমুল হাসান অপু বলেন, আমরা যৌক্তিক দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। রেলভবনে ৯০টির মতো মিটিং করেছি। কিন্তু কোনো কাজ হয়নি। আমরা দাবির বিষয়ে অনড়। যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেওয়া না হবে আমরা কর্মবিরতি চালিয়ে যাবো। তবে কর্মবিরতির সঙ্গে আলোচনার পথও খোলা রয়েছে। আমরা আলোচনায় বসতে প্রস্তুত।

তিনি বলেন, আমরা জনগণকে কষ্টে রেখে আন্দোলন করতে চাই না। কিন্তু এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এটা আমাদের রুটি-রুজির বিষয়। সরকার চাইলে আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারে। তবে আমাদের দাবি মেনে নিতে হবে। দাবি মেনে নিলে এখনই ট্রেন চলাচল শুরু হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে