ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাবিতে বিশেষ সেশন

২০২৪ ডিসেম্বর ১০ ২১:৩৫:৩৭
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাবিতে বিশেষ সেশন

ডুয়া নিউজ : আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মানবাধিকার রক্ষায় যুবসমাজকে ক্ষমতায়ন’ শীর্ষক একটি ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে এই সেশন অনুষ্ঠিত হয়।

সেশনে মানবাধিকার শিক্ষার ওপর মূল বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের ডিআইজি কাজী জিয়া।

শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তা হিসাবে আলোচনা করেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, বিভাগের প্রভাষক তানিমা মেগডালিনা কোরায়া, ইসলামি স্কলার এবং বারিধারা মসজিদের খতিব সৈয়দ জুলফিকার জহুর। ‘আমরা নারী’ সংগঠনের প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান বিপ্লব সেশনটি পরিচালনা করেন।

অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল শিক্ষার্থী ও যুব সমাজকে মানবাধিকার সম্পর্কে সচেতন করা এবং সমাজে ন্যায়বিচার ও অন্তর্ভুক্তির সংস্কৃতি গড়ে তুলতে অনুপ্রাণিত করা। সেশনটিতে ছাত্র-ছাত্রী, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী এবং মানবাধিকারকর্মীদের মধ্যে মতবিনিময় ও আলোচনা হয়।

এছাড়া গণমাধ্যমের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে মানবাধিকার প্রচারের আহ্বান জানানো হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে