ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

কানাডাকে শিক্ষার্থীদের ভিসা দ্রুত দেওয়ার অনুরোধ

২০২৫ জানুয়ারি ২৭ ২১:২৯:০৪
কানাডাকে শিক্ষার্থীদের ভিসা দ্রুত দেওয়ার অনুরোধ

ডুয়া নিউজ: বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া দ্রুত করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ সোমবার (২৭ জানুয়ারি) কানাডার হাইকমিশনার অজিত সিং পররাষ্ট্র মন্ত্রণালয়ে তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে বিষয়টি উঠে আসে।

বৈঠকে, পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, “বাংলাদেশ প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে, যা দেশের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ।”

তিনি কানাডার কাছে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য সমর্থন এবং আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন।

তোহিদ হোসেন অজিত সিংকে কানাডার হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার জন্য স্বাগত জানান এবং অভিনন্দন জানান।

বৈঠকে, দুই পক্ষ কৃষি সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, আর্থিক খাত, এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কানাডার হাইকমিশনার বাংলাদেশ সরকারের উদ্বেগগুলো গুরুত্ব সহকারে গ্রহণ করে সেগুলোর সমাধানে সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি দেন।

তারা দু'দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও দৃঢ় করার জন্য অঙ্গীকার পুনর্ব্যক্ত করে, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, কারিগরি সহায়তা এবং জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে