ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গ্রিন ক্যাম্পাস, ক্লিন ক্যাম্পাস কর্মসূচি অনুষ্ঠিত

২০২৪ ডিসেম্বর ১০ ২০:৫২:১৩

ডুয়া নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয় আরবরি কালচার সেন্টার গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ-এর সহযোগিতায় মঙ্গলবার (১০ ডিসেম্বর) টিএসসি প্রাঙ্গণে ‘গ্রিন ক্যাম্পাস, ক্লিন ক্যাম্পাস’ শীর্ষক এক কর্মসূচির আয়োজন করেছে।

আরবরি কালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিতে অন্যান্যের মধ্যে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ-এর সভাপতি কর্নেল (অবঃ) মো. জাকারিয়া হোসেন বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ‘গ্রিন ক্যাম্পাস, ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি পরিবেশবান্ধব ক্যাম্পাস বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে।

ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ও সবুজায়ন নিশ্চিত করা এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের দায়িত্বশীলতা ও সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এই কর্মসূচি কার্যকর ভূমিকা পালন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে