ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দিল্লিকে 'বাংলাদেশি' মুক্ত করার ঘোষণা অমিত শাহের

২০২৫ জানুয়ারি ২৭ ১৯:৩৯:৩৮
দিল্লিকে 'বাংলাদেশি' মুক্ত করার ঘোষণা অমিত শাহের

ডুয়া ডেস্ক: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হলে আগামী দুই বছরের মধ্যে দিল্লিকে 'বাংলাদেশি' মুক্ত করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, "বিজেপি ক্ষমতায় এলে দিল্লি অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত হবে।"

রবিবার (২৬ জানুয়ারি) ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লির নরেলা বিধানসভা আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় অমিত শাহ এ দাবি করেন। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ) অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোটের মাধ্যমে নির্বাচনে জয়ী হয়েছে। এর আগেও তিনি অভিযোগ করেছেন যে, আম আদমি সরকার তাদের প্রশাসনিক সহায়তায় অবৈধ অভিবাসীদের আশ্রয় দিচ্ছে।

অমিত শাহ আরও বলেন, অরবিন্দ কেজরিওয়াল ১০ বছরের শাসনকালে শুধুমাত্র মিথ্যা প্রচার ও দুর্নীতিতে লিপ্ত হয়েছেন। তিনি জনগণকে আম আদমি পার্টিকে ক্ষমতা থেকে উৎখাত করার আহ্বান জানিয়ে বলেন, বিজেপি দিল্লিকে বিশ্বের অন্যতম সেরা রাজধানী বানাবে।

তিনি আরও বলেন, কেজরিওয়ালের শাসনে দিল্লির অবস্থা খারাপ হয়ে গেছে—নোংরা পানি সরবরাহ, জলাবদ্ধতা এবং অপ্রতুল হাসপাতাল সুবিধার কারণে জনগণ সমস্যায় পড়েছে।

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং ৮ ফেব্রুয়ারি ফলাফল ঘোষণা করা হবে।সূত্র: পিটিআই

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে