ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজ শিক্ষার্থীদের

২০২৫ জানুয়ারি ২৭ ১৯:২৪:২৮
নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজ শিক্ষার্থীদের

ডুয়া নিউজ: এবার নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন সাত কলেজের শিক্ষার্থীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাত কলেজ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা না হলে এবং তাদেরকে প্রত্যাহার করা না হলে নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন তারা।

আজ সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনার থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

একইসঙ্গে এই সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সময় বেঁধে দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা দাবি করেছেন, ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর নিউমার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার জন্য এসি, ওসি সহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া উচিত।

সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের শিক্ষার্থী মইনুল হোসেন জানান, পুলিশ ঢাকার কলেজ শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে এবং এর সম্পূর্ণ দায় পুলিশকেই নিতে হবে। তারা নিউমার্কেট থানার ওসি এবং এসিকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) ড. মামুন আহমেদকে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করানোর জন্য দায়ী করে পদত্যাগ করতে হবে বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবিগুলি মেনে না নেওয়া হলে শিক্ষার্থীরা নিউমার্কেট থানা ঘেরাও করবে এবং ৭ কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সাক্ষাৎকার এর সর্বশেষ খবর

সাক্ষাৎকার - এর সব খবর



রে