ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সাইফকাণ্ডে আটক সেই বাংলাদেশির আঙুলের ছাপ মেলেনি; নতুন জল্পনার সৃষ্টি

২০২৫ জানুয়ারি ২৭ ১৯:১০:৪৬
সাইফকাণ্ডে আটক সেই বাংলাদেশির আঙুলের ছাপ মেলেনি; নতুন জল্পনার সৃষ্টি

ডুয়া ডেস্ক: সাইফ আলি খানের ওপর হামলার বিষয়টি নতুন মোড় নিয়েছে। শরিফুল ইসলাম শেহজাদের গ্রেফতার ও তার বিরুদ্ধে উঠানো অভিযোগ নিয়ে এখন নতুন দিক প্রকাশ পাচ্ছে। মুম্বাই পুলিশ তাকে বাংলাদেশী নাগরিক হিসেবে দাবি করলেও, তার বাবা সিসিটিভি ফুটেজে দেখানো ব্যক্তির সঙ্গে তার ছেলের মিল নেই বলে জানিয়েছেন। এমনকি সাইফের বাড়ি থেকে সংগ্রহ করা আঙুলের ছাপের সঙ্গেও শরিফুলের কোনো মিল পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির পুলিশ। সাইফ আলী খানের বাড়ি থেকে ১৯টি আঙুলের ছাপের নমুনা নেওয়া হয়, কিন্তু একটির সঙ্গেও শরিফুলের আঙুলের ছাপ মেলেনি।

এর আগে সাইফ আলি খানের বাড়িতে ঢুকে গৃহকর্তার উপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে শরিফুল ইসলাম শেহজাদকে। ৩১ বছর বয়সী ওই যুবককে বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছে মুম্বাই পুলিশ।

যদিও এটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতোমধ্যেই বাংলাদেশ থেকে শরিফুলের বাবা দাবি করেছেন, পুলিশের প্রকাশ করা সিসিটিভি ফুটেজে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, সেটা তার ছেলে শরিফুল নন। তিনি বাংলাদেশ সরকারের কাছে ইতোমধ্যে ছেলেকে ফেরত আনার জন্য আবেদনও করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শরিফুলের বাবার এমন দাবির পর এবার সাইফের বাড়ি থেকে সংগ্রহ করা নমুনার সঙ্গেও মিলল না শরিফুলের হাতের ছাপও।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি ভোরে রক্তাক্ত অবস্থায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় সাইফকে। দাবি করা হয়, আগের রাতে কোনও দুষ্কৃতী ঢুকে পড়ে তার বাড়িতে। ডাকাতিতে বাধা পেয়েই গৃহকর্তার উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়।

মুম্বাই পুলিশের তদন্তে শরিফুল ইসলাম শেহজাদের বিরুদ্ধে সাইফ আলি খানের বাড়িতে হামলার অভিযোগে তার গ্রেফতারির পর, সিআইডির ফরেন্সিক রিপোর্ট আরও রহস্য সৃষ্টি করছে। সাইফের বাড়ি থেকে সংগ্রহ করা ১৯টি আঙুলের ছাপের মধ্যে একটিও শরিফুলের সঙ্গে মেলেনি, যা তদন্তের জন্য নতুন একটি মোড় নিয়ে আসছে।

এই তথ্যের পর প্রশ্ন উঠছে—তাহলে কি শরিফুল আসল অভিযুক্ত নন? তার বাবা যে দাবি করেছেন, সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তি তার ছেলে নয়, সেই সন্দেহ কি সত্যি হতে পারে? সাইফের ওপর হামলার ঘটনা আর শরিফুলের আঙুলের ছাপের মিল না পাওয়া—এগুলো এই ঘটনা নিয়ে আরো জটিলতা সৃষ্টি করছে।

এখন যদি সত্যিই শরিফুলের সঙ্গে ওই আঙুলের ছাপের কোনো সম্পর্ক না থাকে, তাহলে তদন্তের দিক পালটে যেতে পারে। হতে পারে, কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে বা হয়তো সত্যিকারের হামলাকারী কেউ অন্য ব্যক্তি। তদন্তের পরবর্তী ফলাফলই হয়তো রহস্যের সমাধান করবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে