ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

রাহাত আলী খানের কনসার্টের টিকেট বিক্রি শুরু, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত

২০২৪ ডিসেম্বর ১০ ২০:৪৮:১৮
রাহাত আলী খানের কনসার্টের টিকেট বিক্রি শুরু, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত

ঢাবি প্রতিনিধি : আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বখ্যাত সংগীতজ্ঞ উস্তাদ রাহাত ফাতেহ আলী খানের চ্যারিটি কনসার্ট ‘ইকোস অব রেভোল্যুশন’ এর টিকেট বিক্রি শুরু হয়েছে।

টিকেট বিক্রি চলবে আগামী ১৮ ডিসেম্বর রাত ১১.০০টা পর্যন্ত। সোমবার (০৯ ডিসেম্বর) রাত থেকে এ টিকেট বিক্রি শুরু হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, মোট তিনটি ক্যাটাগরিতে কনসার্টের টিকেট বিক্রি হচ্ছে। প্রথমত, 'ভিআইপি' টিকেটের মূল্য ১০ হাজার টাকা। এই ক্যাটাগরির টিকেট ক্রেতারা মঞ্চের সামনে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন৷ দ্বিতীয়ত, 'ফ্রন্ট রো' টিকেটের মূল্য ৪ হাজার ৫০০ টাকা। এই ক্যাটাগরির টিকেট ক্রেতারা সামনের সারি থেকে কনসার্ট উপভোগ করতে পারবেন। তৃতীয়ত, 'জেনারেল' টিকেটের মূল্য ২ হাজার ৫০০ টাকা৷ এই ক্যাটাগরির টিকেট ক্রেতারা পিছনের সারি থেকে কনসার্ট উপভোগ করতে পারবেন।

কনসার্টের টিকেট ক্রয়ের প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সংঘটিত হচ্ছে। টিকেট সেলিং পার্টনার হিসেবে আমাদের সঙ্গে রয়েছে ‘GET SET ROCK’ নামক একটি প্রতিষ্ঠান। টিকেট ক্রয়ের জন্য 'https://getsetrock.com/' এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং অনলাইনেই পেমেন্ট সম্পন্ন করতে হবে। টিকেট সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, অনুষ্ঠানের দিন ভেন্যুর (আর্মি স্টেডিয়াম) গেট খোলা হবে বেলা ২.০০ টায়। গেট বন্ধ হবে সন্ধ্যা ৭.০০টায়। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪.০০টায়।

'স্পিরিটস অফ জুলাই' আয়োজিত এই কনসার্টে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খান মূল আকর্ষণ হিসেবে তার জনপ্রিয় গানসমূহ পরিবেশন করবেন।

এছাড়া, কয়েকটি জনপ্রিয় দেশীয় ব্যান্ড যেমন- আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা পারফর্ম করবেন। এর বাইরে জনপ্রিয় র‌্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও দর্শক মাতাবে। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরো বিভিন্ন কর্ণার থাকবে। কনসার্টে টাইটেল স্পন্সর হিসেবে আমাদের সঙ্গে রয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।

প্রসঙ্গত, চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী "স্পিরিটস অব জুলাই" নামক এক প্লাটফর্মের মাধ্যমে "ইকোস অব রেভোল্যুশন" শিরোনামে একটি চ্যারিটি কনসার্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে বলে জানায় ‘স্পিরিটস অফ জুলাই।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে