ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

নিজস্ব ভর্তি পরীক্ষার সিদ্ধান্তেই অটল থাকবে জবি : উপাচার্য

২০২৫ জানুয়ারি ২৭ ১৭:১৩:৪৭
নিজস্ব ভর্তি পরীক্ষার সিদ্ধান্তেই অটল থাকবে জবি : উপাচার্য

ডুয়া নিউজ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় নিজস্ব ভর্তি পরীক্ষার সিদ্ধান্তেই অটল থাকবে। সম্প্রতি গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়া থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বের হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন তিনি।

উপাচার্য ড. রেজাউল করিম বলেন, "যেভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিয়ে বক্তব্য দেওয়া হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। কারো উস্কানিতে আমরা বিভ্রান্ত হবো না। কারো চাওয়া বা না চাওয়ায় আমাদের সিদ্ধান্ত বদলাবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব ভর্তি পরীক্ষার সিদ্ধান্তেই থাকবে।"

তিনি আরো বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, শিক্ষার্থী এবং শিক্ষকদের চাহিদা অনুযায়ী গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি শিক্ষার মান উন্নয়নের জন্য এবং শিক্ষার্থীদের স্বার্থে একটি সঠিক সিদ্ধান্ত। আমাদের শিক্ষার্থীদের স্বার্থই সর্বোচ্চ গুরুত্ব পায়, এবং এই সিদ্ধান্ত তারই প্রতিফলন।"

গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়া থেকে জবি বের হয়ে যাওয়ার পর কিছু মহল এর সমালোচনা করলেও, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, পৃথক ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করতে সাহায্য করবে এবং বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষার মান নিশ্চিত করবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে