ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

ইউজিসির গেটে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

২০২৫ জানুয়ারি ২৭ ১৬:৩৮:৩৮
ইউজিসির গেটে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডুয়া নিউজ: ২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা বহাল রাখার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন। শিক্ষার্থীরা জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত না আসায় তারা এই অবস্থান নিয়েছেন।

আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ইউজিসি ভবনের গেটে তালা ঝুলিয়ে তারা অবস্থান নেন। এর আগে, ইউজিসি ব্লকেড ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলেন তারা। আন্দোলনকারীদের মতে, গতকাল ইউজিসি তাদের সঙ্গে আলোচনা করলেও কোনো পূর্ণাঙ্গ সিদ্ধান্ত পাওয়া যায়নি। তাই আজ পুনরায় তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনের সমন্বয়ক সিয়াম হাসান জানান, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় থেকে গতকাল আশ্বাস দেওয়া হয়েছিল যে আজকের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হবে। কিন্তু দুপুর গড়িয়ে যাওয়ার পরও কোনো নির্দেশনা না পাওয়ায় তারা সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সিয়াম বলেন, "আমরা কোনো নির্দেশনা না পেলে ইউজি সি গেটের তালা খুলব না, আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।"

তবে ইউজিসির ভবনে তালা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ইউজিসির এক কর্মকর্তা ডুয়া নিউজকে বলেন, গেটে কোন তালা দেওয়ার ঘটনা আমি দেখিনি। আর শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রক্রিয়া চলমান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে