ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন মিরাজ

২০২৫ জানুয়ারি ২৭ ১৪:১৯:৩৪
আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন মিরাজ

ডুয়া ডেস্ক : এবাদত হোসেন একটি বল করেছিলেন যা লেগ স্ট্যাম্পের অনেক বাইরে পিচ করছিল। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকা মেহেদি হাসান মিরাজ বলটিকে অনেকটা জায়গা ছেড়ে খেলতে চেয়েছিলেন, কিন্তু বলটি মিরাজের পায়ে আঘাত করে এবং স্ট্যাম্প ভেঙে দেয়। ফলে, মেহেদি হাসান মিরাজের ১৮ বলে ২৯ রানের ইনিংস এখানেই শেষ হয়ে যায়।

তবে বিপত্তি বাধে এরপরেই। মিরাজ উঠে দাঁড়াতে চেয়েও পারেননি। বরং পায়ের ব্যাথায় সেখানেই বসে পড়েন। শেষ পর্যন্ত ডেকে আনা হয় স্ট্রেচার। মিরাজকে মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারে চড়ে।

এবাদতের জন্য এই উইকেট অবশ্য বিশেষ কিছুই। ২০২৩ সালে এসিএল ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন বেশ অনেকটা দিন। ফিরেছেন এনসিএল টি-টোয়েন্টি দিয়ে। সেখানে নিয়মিত উইকেটও পেয়েছেন।

তবে বিপিএলের মতো বড় মঞ্চে ফিরে আসার দিন ছিল আজই। আর সেটাকে রাঙিয়েও রেখেছেন তিনি। মিরাজকে করেছেন বোল্ড। বহুদিন পর শের-ই বাংলা স্টেডিয়ামে দেখা গেল এবাদতের সেই চিরচেনা স্যালুট।

এর আগে নাইম শেখকে নিয়ে ফরচুন বরিশালের বিপক্ষে খুলনাকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন মিরাজ। ৫.৩ ওভারে আউট হওয়ার আগে দুজনের উদ্বোধনী জুটি থেকে এসেছে ৪৭ রান। বাকি ৩ বল থেকে এসেছে আরও ৯ রান। পাওয়ারপ্লে শেষে খুলনার স্কোরবোর্ডে ছিল ৫৬ রান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে