ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

আশরাফুল হক মুকুল

ঢাবি অ্যালামনাই সদস্য দুর্ঘনায় গুরুতর আহত, হাসপাতালে চিকিৎসাধীন

২০২৫ জানুয়ারি ২৭ ১২:০৮:৫৪
ঢাবি অ্যালামনাই সদস্য দুর্ঘনায় গুরুতর আহত, হাসপাতালে চিকিৎসাধীন

ডুয়া নিউজ: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আশরাফুল হক মুকুল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি রাজধানীর মগবাজারে কমিউনিটি হাসপাতালে বিশিষ্ট অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. মনওয়ারুল আলমের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

আশরাফুল হক মুকুলের সহধর্মিনী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সুলতানা আক্তার রুবি জানান, গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কাঁটাবনের রাস্তায় তিনি দুর্ঘটার কবলে পড়েন। এতে তার পায়ের মালাইচাকি হাঁড় ভেঙ্গে যায়।

দুর্ঘটানর পর পরই তাকে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়। সেখান থেকে রাতেই উন্নত চিকিৎসার জন্য মগবাজার কমিউনিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল রোববার (২৬ জানুয়ারি) তার হাঁড়ের অপারেশন হয়েছে। বর্তমানে তিনি সুস্থ্য আছেন। তিনি সকলের দোয়া চেয়েছেন।

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল আজ সোমবার আশরাফুল হক মুকুলকে দেখতে কমিউনিটি হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অ্যালামনাই এর সর্বশেষ খবর

অ্যালামনাই - এর সব খবর



রে