ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু, বিশ্বে দ্বিতীয়

২০২৫ জানুয়ারি ২৭ ১০:৫৬:০৪
‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু, বিশ্বে দ্বিতীয়

ডুয়া নিউজ : কমছে না ঢাকার বায়ু দূষণ। দিন দিন বেড়েই চলেছে। মানষেরসহ যেকোনো প্রাণীর জন্য ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় অবস্থান করছে। এর মাধ্যমে ঢাকা বায়ু দূষণে বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০টা ৫২ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী, ঢাকায় বাতাসের মান ছিল ২৫৩ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘ খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়।

এ ছাড়া একিউআই স্কোর ২৬৬ নিয়ে প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ২৩২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের দিল্লি। ১৯৭ স্কোর নিয়ে চতুর্থ স্থানে নেপালের কাঠমান্ডু, ১৯৬ স্কোর নিয়ে পাকিস্তানের করাচি পঞ্চম এবং ১৯৩ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ।

তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

উল্লেখ্য, সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে