ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

নীলক্ষেতে সাত কলেজ ও ঢাবি শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান

২০২৫ জানুয়ারি ২৬ ২৩:২৩:৪২
নীলক্ষেতে সাত কলেজ ও ঢাবি শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান

ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে সাইন্স ল্যাব থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান করছেন সাত কলেজ শিক্ষার্থীরা।

আজ রবিবার (২৬ জানুয়ারি) রাত ১১টার দিকে সাইন্স ল্যাবে মোড় থেকে মিছিল নিয়ে নীলক্ষেত হয়ে সেখানে আসেন তারা।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সামনে ঢাবি শিক্ষার্থীদের অবস্থান করতে দেখা গেছে। তারা সাত কলেজের শিক্ষার্থীদের সামনে না যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছেন। যদিও মাঝখানে পুলিশ সদস্যরা রয়েছেন। তারা দুই পক্ষকেই শান্ত করার চেষ্টা করছেন।

বর্তমানে সেখানে এখন উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে