ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

চিকিৎসা ক্ষেত্রে ভারতের বিকল্প জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

২০২৫ জানুয়ারি ২৬ ১৮:৪৮:২৮
চিকিৎসা ক্ষেত্রে ভারতের বিকল্প জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

ডুয়া নিউজ: বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারত ভিসা বন্ধ রেখেছে, এমন পরিস্থিতিতে চীন হতে পারে বাংলাদেশের জন্য একটি বিকল্প। তিনি বলেছেন, চীনকে ভিসা ফি কমানোর বিষয়টি জানানো হয়েছে এবং চীনের কুনমিং শহর বাংলাদেশের চিকিৎসা খরচ ও যাতায়াতের জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী।

আজ রবিবার (২৬ জানুয়ারি) চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

গত বছর আগস্টের পর ভারত বাংলাদেশের জন্য ভিসা সীমিত করেছে, যার ফলে চিকিৎসার জন্য ভারত যাওয়ার সুযোগ সংকুচিত হয়ে পড়েছে। এতে অনেক বাংলাদেশি ভিসা জটিলতার কারণে চিকিৎসা গ্রহণে সমস্যায় পড়ছেন। যদিও এর ফলে ভারতীয়দের জন্য অর্থনৈতিক ক্ষতি হচ্ছে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আরও বলেন, চীন বাংলাদেশে একটি বড় হাসপাতাল স্থাপন করতে ইচ্ছুক এবং এর স্থান নির্বাচন নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, পূর্বাচলে জায়গা প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে।

এছাড়া, চীনের সঙ্গে ঋণের সুদ হার কমানো এবং পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে চীন ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।

ব্রহ্মপুত্র নদের বিষয়ে চীনের সঙ্গে একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে, তবে তিস্তা পানি বণ্টন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর



রে