ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ইউজিসি সদস্য হিসেবে যোগদান করলেন অধ্যাপক সাইদুর রহমান

২০২৪ ডিসেম্বর ১০ ১৮:৩৮:৫৭
ইউজিসি সদস্য হিসেবে যোগদান করলেন অধ্যাপক সাইদুর রহমান

ঢাবি প্রতিনিধি : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও সদস্য অধ্যাপক ড. তানজীমউদ্দিন খানের কাছে যোগদান পত্র পেশ করেন তিনি।

গত ৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় তাকে চার বছরের জন্য কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এ নিয়োগাদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হয়েছে। প্রজ্ঞাপনের শর্তানুযায়ী তিনি অব্যবহিত পূর্ব পদে সর্বশেষ আহরিত বেতন-ভাতাসহ প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।

অধ্যাপক সাইদুর রহমান জার্নাল অব গ্রাফ অ্যালগরিদমস অ্যান্ড অ্যাপ্লিকেশন, ইন্টারন্যাশনাল জার্নাল অব ফাউন্ডেশন অব কম্পিউটার সায়েন্সসহ বিভিন্ন আন্তর্জাতিক জার্নালের সম্পাদনা পরিষদের সদস্য হিসেবে কাজ করছেন। তার তত্ত্বাবধানে চারটি পিএইচডি এবং ২৭টি এমএসসি থিসিস সম্পন্ন হয়েছে।

শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অধ্যাপক সাইদুর রহমান ওয়ালক্যাম বেস্ট পেপার অ্যাওয়ার্ড, ইউজিসি অ্যাওয়ার্ড, বিএএস গোল্ড মেডেল, ফুনাই ইনফরমেশন টেকনোলজি অ্যাওয়ার্ড ফর ইয়াং রিসার্চার এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসসহ বহু পুরস্কারে ভূষিত হন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে