ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিল ইসরায়েল

২০২৫ জানুয়ারি ২৫ ২১:৫১:২৭
২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিল ইসরায়েল

ডুয়া ডেস্ক: ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির আওতায় ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) গাজায় হামাসের যোদ্ধাদের হাতে মুক্তিপ্রাপ্ত চার ইসরায়েলি নারী সেনাকে জিম্মি হিসেবে মুক্তি দেওয়া হয়। এর পরই, ইসরায়েলি কারাগার থেকে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হয়। ইসরায়েলি কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এবং রাজনৈতিক কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে ওফার এবং কেটিজিওট কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

গত ১৯ জানুয়ারি, কাতার, যুক্তরাষ্ট্র এবং মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এই চুক্তির প্রথম দফায় ৯০ ফিলিস্তিনি বন্দি মুক্তি পায়, যারা সবাই নারী এবং শিশু। এরপর দ্বিতীয় দফায় ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়। যুদ্ধবিরতি চলাকালীন, হামাস ও ইসলামিক জিহাদের সদস্যরা তাদের সশস্ত্র উপস্থিতি বজায় রাখে এবং মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মিদের রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামাসের অতর্কিত হামলার পর ২৫০ জন ইসরায়েলি নাগরিককে জিম্মি করে নিয়ে যায় হামাস। এই হামলায় নিহত হন অন্তত ১,২০০ জন ইসরায়েলি। ইসরায়েলি বাহিনী এরপর গাজায় অভিযান শুরু করে, যাতে ১৫ মাসে ৪৭,৩০০ ফিলিস্তিনি নিহত হন এবং ১,১১,৫০০ জন আহত হন।-এএফপি, রয়টার্স

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে