ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ডেনমার্কে প্রথমবারের মতো কোরআন অবমাননার দায়ে মামলা

২০২৫ জানুয়ারি ২৫ ১৯:৫৮:৫১
ডেনমার্কে প্রথমবারের মতো কোরআন অবমাননার দায়ে মামলা

ডুয়া ডেস্ক: মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার অভিযোগে ডেনমার্কে প্রথমবারের মতো দুই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, গত ২৪ জানুয়ারি রাজধানী কোপেনহেগেনের একটি আদালতে তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা গত জুনে কোপেনহেগেনে একটি জনসমাগমপূর্ণ স্থানে কোরআন অবমাননার সাথে সংশ্লিষ্ট ছিলেন, যেখানে বিভিন্ন দেশের রাজনৈতিক মতাদর্শের লোকজন উপস্থিত ছিলেন। তাদের এ ধরনের কর্মকাণ্ডে ধর্মীয় অনুভূতিতে আঘাত এসেছে বলে অভিযোগ করা হয়।

প্রসিকিউটর লিসে-লোটে নিলাস এক বিবৃতিতে জানান, প্রকাশ্যে ধর্মীয় গ্রন্থ অবমাননা এবং তা ফেসবুকে সরাসরি সম্প্রচার করার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্প্রতি, ডেনমার্ক ও প্রতিবেশী সুইডেনে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার ঘটনা বৃদ্ধি পায়, যা মুসলিম দেশগুলোর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। এর পরিপ্রেক্ষিতে, ২০২৩ সালের ৭ ডিসেম্বর ডেনমার্কে একটি নতুন আইন প্রণয়ন করা হয়, যা কোরআন বা অন্য কোনো ধর্মগ্রন্থ পোড়ানো, ছেঁড়া অথবা অবমাননা করা নিষিদ্ধ করে। ওই আইনের আওতায় লঙ্ঘনকারী ব্যক্তিদের জন্য জরিমানা বা দুই বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। ডেনমার্কের পত্রিকা পলিটিকেন জানায়, ২২ জানুয়ারি পর্যন্ত পুলিশ এই আইন লঙ্ঘনের আটটি ঘটনা তদন্ত করছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে