ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

চেয়ারম্যান-মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি

২০২৫ জানুয়ারি ২৫ ১৮:১৫:৪৯
চেয়ারম্যান-মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি

ডুয়া ডেস্ক: বাংলাদেশের স্থানীয় সরকার সংস্কার কমিশন পৌরসভা এবং সিটি করপোরেশনের মেয়র ও ইউনিয়ন, উপজেলা এবং জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিরক্ষর ও স্বল্পশিক্ষিতদের নির্বাচনে অযোগ্য করার প্রস্তাব নিয়ে আসছে। এই পদগুলোতে নির্বাচনের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রয়োজন হবে এবং সরাসরি ভোট দেওয়ার বিধান থাকবে না।

কমিশনের প্রধান ড. তফায়েল আহমদ গণমাধ্যমে জানিয়েছেন যে, এই সিদ্ধান্তের পিছনে সাধারণ মানুষের একটি অভিযোগ রয়েছে—দলীয় প্রভাব, পেশিশক্তি ও অর্থের আধিপত্যের কারণে শিক্ষিত মানুষরা জনপ্রতিনিধি হতে পারছেন না। কমিশন চায় যে, নিরক্ষর ব্যক্তি যাতে জনপ্রতিনিধি হতে না পারে এবং শিক্ষিতদের জন্য রাজনৈতিক দলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে এই প্রস্তাব দেওয়া হচ্ছে।

নয়টি ইউনিয়ন সদস্যের ভোটে নির্বাচিত চেয়ারম্যানকেও কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সভাধ্যক্ষকেও স্নাতক পাস হতে হবে। সিটি করপোরেশন ও পৌরসভায় নির্বাচনের ক্ষেত্রে এই বিধান কার্যকর হবে।

কমিশন বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থায় আরও কিছু সংস্কারের প্রস্তাবও দেয়। যেমন: চেয়ারম্যান ও মেয়রদের দায়িত্ব পালনের জন্য অর্থনৈতিক সহায়তা বৃদ্ধি করা হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বেতন উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণির কর্মকর্তার সমান এবং পৌর মেয়রের বেতন উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান নির্ধারণ করা হবে।

এছাড়া স্থানীয় সরকারে সংসদ সদস্যদের কোনো পদে থাকার সুযোগ থাকবে না এবং তারা শুধুমাত্র সভায় মতামত দিতে পারবেন। কমিশন ৫০ হাজারের কম জনসংখ্যার পৌরসভাগুলো বাতিলের সুপারিশ করবে কারণ এগুলো সাধারণত দলীয় নেতাদের পুনর্বাসনের জন্য তৈরি হয়েছে।

কমিশন আরও সুপারিশ করেছে যে, সব স্থানীয় সরকার নির্বাচনের জন্য একটি সমন্বিত পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে এবং এগুলো দলীয় প্রতীকে হবে না। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনে ২৩ হাজার কোটি টাকা খরচ হয়েছে। একসাথে নির্বাচন হলে খরচ হবে ৬০০ কোটি টাকা যা সরকারের জন্য অর্থনৈতিকভাবে সুবিধাজনক হবে।

এভাবে কমিশন স্থানীয় সরকারের কাঠামো ও কার্যক্রমে গুরুত্বপূর্ণ সংস্কার আনার পরিকল্পনা করছে যা দেশের রাজনৈতিক পরিবেশে একটি পরিবর্তন আনতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে