ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

৪ ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিল হামাস

২০২৫ জানুয়ারি ২৫ ১৭:০৯:২১
৪ ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিল হামাস

ডুয়া ডেস্ক: যুদ্ধবিরতি চুক্তির আওতায় দ্বিতীয় ধাপে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস চারজন ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে। এদের মধ্যে আছেন—লিরি আলবাগ (১৯), দানিয়েলা গিলবোয়া (২০), কারিনা আরিয়েভ (২০) এবং নামা লেভি (২০)। বিপরীতে ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে ইসরায়েলের।

আজ শনিবার (২৫ জানুয়ারি) ফিলিস্তিনের স্থানীয় সময় বেলা ১১টার দিকে রেডক্রসের মাধ্যমে এই সেনাদের মুক্তি দেয়া হয়।

প্রথম দফার যুদ্ধবিরতির পর এই মুক্তি কার্যকর হয়েছে, যেখানে হামাস এবং তাদের মিত্র সংগঠন ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজি) গাজা শহরে জিম্মি মুক্তির অনুষ্ঠানে ব্যাপক শোডাউন করে। মুক্তির পর ওই অঞ্চলে সাধারণ ফিলিস্তিনিরাও উপস্থিত ছিলেন।

ইসরায়েল দীর্ঘ ১৫ মাস ধরে হামাস ও তাদের মিত্রদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান চালালেও যুদ্ধবিরতির পর তারা নতুন করে শক্তিশালী হয়ে উঠেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, হামাসের সদস্যরা ইসরায়েলি আগ্রাসনের পরও দৃঢ় মনোবল বজায় রেখেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে