ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ভর্তি পরীক্ষার্থী-অভিভাবকদের পাশে ঢাবি শিবির

২০২৫ জানুয়ারি ২৫ ১২:২৫:০৭
ভর্তি পরীক্ষার্থী-অভিভাবকদের পাশে ঢাবি শিবির

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে মেডিকেল টিম, প্রাথমিক চিকিৎসা সেবা, গার্ডিয়ান লাউঞ্জসহ নানা কার্যক্রম নিয়ে ভর্তি পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েড ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে ছয়টি ইনফরমেশন বুথ ও তিনটি গার্ডিয়ান লাউঞ্জ বসানো হয়েছে।

ইনফরমেশন বুথগুলোতে ছাত্রশিবির এর নির্ধারিত ভলান্টিয়াররা ভর্তি পরীক্ষার্থীদেরকে নির্দেশনা দিয়ে সহায়তা করছেন। প্রতিটি বুথে একটি মেডিকেল টিম ও প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধের ব্যবস্থা রয়েছে। কোন পরীক্ষার্থী যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাহলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করতে পারবেন। এছাড়াও ইনফরমেশন বুথে পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পানি ও কলমের ব্যবস্থাও রাখা হয়েছে।

ইনফরমেশন বুথের স্থানসমূহ হলো- কলাভবন, ভিসি চত্বর, কার্জন হল, শহীদ মিনার, সেন্ট্রাল মসজিদ ও টিএসসি৷

এছাড়াও ভর্তি পরীক্ষার্থীদের সাথে আগত অভিভাবকদের নিরাপদ বসার স্থান হিসেবে কলা ভবনের সামনে, শহীদ মিনার ও কার্জন হল এলাকায় গার্ডিয়ান লাউঞ্জ বসানো হয়েছে। সবগুলো লাউঞ্জে অভিভাবকদের বসার জন্য পর্যাপ্ত চেয়ার, পানি ও মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে।

এ বিষয়ে শিবিরের ঢাবি শাখা সভাপতি এস এম ফরহাদ বলেন, ‘বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির যখনই সুযোগ পেয়েছে শিক্ষার্থীদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছে । আমরা এবারের মত ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে প্রাথমিক চিকিৎসা সেবা, অভিভাবকদের জন্য নিরাপদ বসার স্থান, মেডিকেল টিম, পর্যাপ্ত পানি ও কলমসহ বিভিন্ন সেবা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নিয়ে সহায়তা করছি। এভাবে আমাদের নানা উদ্যোগ নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীসহ সকল রানিং শিক্ষার্থীদের জন্য নানা কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে