ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

 মালদ্বীপে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করল বাংলাদেশ হাইকমিশন

২০২৫ জানুয়ারি ২৫ ১০:৫৮:৪৪
 মালদ্বীপে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করল বাংলাদেশ হাইকমিশন

ডুয়া ডেস্ক : তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। ২৪ জানুয়ারি, শুক্রবার, মালের থ্যালাসেমিয়া সেন্টারে মালদ্বীপ ব্লাড সার্ভিসের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীসহ ৫০ জন প্রবাসী বাংলাদেশি রক্তদান করেন।

এ সময় মানবিক কাজে উদ্বুদ্ধ করতে স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণকারী সবাইকে হাইকমিশনের পক্ষ থেকেই সনদপত্র ও উপহার প্রদান করা হয়।

এসময় ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বলেন, রক্তদান মানব জগতের সবচেয়ে বড় ও নিঃস্বার্থ উপহার। স্বেচ্ছায় রক্তদানে বাঁচাতে পারে অনেকের প্রাণ। স্বেচ্ছায় রক্তদানের কর্মসূচির মধ্য দিয়ে মালদ্বীপ এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ত্বরান্বিত হবে বলে আশা করি।

তিনি বলেন, মানুষ হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে নিয়মিত রক্তদান করার পাশাপাশি নতুনদেরও রক্তদানে আগ্রহী করে তুলতে হবে।

হাইকমিশনের এ ধরনের মানবিক কাজের উদ্যোগকে স্বাগত জানিয়ে, বিভিন্ন সামাজিক সম্পর্কিত সচেতনতামূলক ক্যাম্পেইন করার প্রত্যয় ব্যক্ত করেন কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রবাসীরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে