ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শিক্ষা অধিকার সংসদের সেমিনারে বক্তারা

ঢাবি ভর্তিচ্ছুদের জন্য ১৪টি ওয়ান স্টপ সহায়তা কেন্দ্র বসাবে ঢাবি ছাত্রদল

২০২৫ জানুয়ারি ২৪ ২২:২১:৩৪
ঢাবি ভর্তিচ্ছুদের জন্য ১৪টি ওয়ান স্টপ সহায়তা কেন্দ্র বসাবে ঢাবি ছাত্রদল

ঢাবি প্রতিনিধি: কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে আগামীকাল শনিবার (২৫ জানুয়ারি) শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ সেশনের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা। ঢাবি ক্যাম্পাসের ভেতরের পরীক্ষা কেন্দ্রগুলোর বাইরে ভর্তিচ্ছুদের বিভিন্ন সেবা দিতে প্রস্তুত থাকবে ঢাবি ছাত্রদল।

ক্যাম্পাসের ১৪টি ওয়ান স্টপ সহায়তা কেন্দ্র থেকে ৭ ধরনের সেবা নিয়ে নেতাকর্মীরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানিয়েছে ঢাবি শাখা। শুক্রবার (২৪ জানুয়ারি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, যে সকল স্থানে সহযোগিতা পাওয়া যাবে তার মধ্যে রয়েছে- বুথ ১: স্যার এ এফ রহমান হল সংলগ্ন; বুথ ২: আই ই আর-মলচত্বর সংলগ্ন; বুথ ৩: এফবিএস সংলগ্ন; বুথ ৪: কলাভবনের মেইন গেট সংলগ্ন; বুথ ৫: কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন; বুথ ৬: হাকিম চত্বর; বুথ ৭. মোতাহার হোসেন ভবন সংলগ্ন; বুথ ৮: মোকাররম ভবন সংলগ্ন; বুথ ৯: উদয়ন বিদ্যালয় সংলগ্ন; বুথ ১০: কার্জন হল সংলগ্ন; বুথ ১১: টিএসসি সংলগ্ন; বুথ ১২: চারুকলা সংলগ্ন; বুথ ১৩: সমাজকল্যাণ ইনস্টিটিউট সংলগ্ন এবং বুথ ১৪: লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন।

এসব বুথে যেসব সহযোগিতা পাওয়া যাবে তার মধ্যে রয়েছে- পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্যসেবা; ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় উপকরণ (কলম ও ফাইল) বিতরণ; সুপেয় পানির ব্যবস্থা; অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা; জরুরি ক্ষেত্রে, পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য যাতায়াত সহযোগিতা; প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং সংশ্লিষ্ট অন্যান্য জরুরি সহায়তাসমূহ।

তাছাড়া যেকোনো প্রয়োজনে সার্বক্ষণিক যোগাযোগের জন্য একাধিক নম্বরও দেয়া হয়েছে। এসব নম্বরসমূহের মধ্যে রয়েছে- 01735840097; 01707076933; 01789889177; 01521407786; 01797565462; 01788537113; 01600011474; 0177431353; 01872775808; 01989192812.

উল্লেখ্য, আগামীকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। এ ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৯৩৪টি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে