ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

টিএসসিতে ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের ১৫তম পুনর্মিলনী অনুষ্ঠিত

২০২৫ জানুয়ারি ২৪ ১৫:৩৯:১৩
টিএসসিতে ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের ১৫তম পুনর্মিলনী অনুষ্ঠিত

ডুয়া নিউজ: ‘‘সৌহার্দ্য ও স্মৃতির বন্ধনে আবদ্ধ আমরা, এসো মিলি প্রাণের আনন্দে’’ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) ১৫তম পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় টিএসসির অডিটোরিয়ামে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আআহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এটিএম আবদুল বারী ড্যানী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক সুলতানা মুনীরা জাহান। এসময় উক্ত বিভাগের ১৯৭০ সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অ্যালামনাইয়ের সদস্যগণ উপস্থিত ছিলেন।

পবিত্র কুরআন ও গিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে ডুপডার ‘প্রাণপ্রবাহ’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। এ বছর ডুপডার ৪ জন খ্যাতিমান সদস্যের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

এসময় গল্প-আড্ডায় অতীতের স্মৃতিতে আরেকবার ফিরে যান অ্যালামনাই সদস্যরা। পরিবারের সদস্যদেরও সাথে নিয়ে এ আনন্দ উপভোগ করেন তারা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে