ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গাগুলো স্বপ্ন-আবেগ-আনন্দ ও সংগ্রামের : শামসুজ্জামান দুদু

২০২৫ জানুয়ারি ২৪ ১৪:০৫:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গাগুলো স্বপ্ন-আবেগ-আনন্দ ও সংগ্রামের : শামসুজ্জামান দুদু

ডুয়া নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, আজকে যারা এখানে আমরা বসছি তারা ফেলে আসা সময়গুলো একটু গায়ে মাখতে চাই। বিশ্ববিদ্যালয়ে আসলে সকল রাগ-অভিমান-কষ্ট-দু:খ গলে গলে পড়ে যায়। আমি আমার সন্তানদেরকে বহুবার এখানে এনেছি, এখন তারা বিদেশে, বলেছিল বাবা সুযোগ পেলে আমাদের ঘুরাও এখানে। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গাগুলো স্বপ্নের জায়গা, আবেগের জায়গা, আনন্দের জায়গা, সংগ্রামের জায়গা।

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন- ডুপডা কর্তৃক আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা করেন।

শামসুজ্জামান দুদু বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই যা কিছু অর্জন, পরবর্তী পর্যায়ে তাই পুঁজি হচ্ছে রোমন্থন করার। আমি আপনাদের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে এতো কষ্টের মধ্যেও, এতো যন্ত্রণার মধ্যেও, এতো সমস্যার মধ্যেও আপনার নিজেরা এক জায়গায় হয়েছেন, আমাদেরকেও ডেকেছেন। শুধু এতোটুকু বলবো বাকি জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য থাকবো।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভালো কিছু হলে আনন্দবোধ করি, আবার খারাপ কিছু হলে কষ্টবোধ করি। আমার মনে হয় এই অনুভুতিটা আমাদের সবার মধ্যে আছে। এই বিশ্ববিদ্যালয় যাতে ভালো করে চলে, সুন্দর করে চলে। আসুন আমরা সবাই সম্মিলিতভাবে ডুয়ার পক্ষ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের পক্ষ থেকে আপনাদের কাছে এই আহবান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং সদস্য সচিব এটিএম আবদুল বারী ড্যানি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালদ দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েমনের সভাপতি অধ্যাপক সুলতানা মুনীরা জাহান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অ্যালামনাই এর সর্বশেষ খবর

অ্যালামনাই - এর সব খবর



রে