ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

যৌথভাবে রাজনৈতিক দল গঠন করছে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলন

২০২৫ জানুয়ারি ২৩ ২১:০৩:৫৯
যৌথভাবে রাজনৈতিক দল গঠন করছে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলন

ডুয়া ডেস্ক: জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন যে, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যৌথভাবে একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে। ফেব্রুয়ারির মধ্যে এই দলটির আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

তিনি জানান, ইতোমধ্যে ২০০টি থানা কমিটি গঠন করা হয়েছে এবং জানুয়ারির মধ্যে মোট চার শতাধিক থানা কমিটি গঠিত হবে। ফেব্রুয়ারির মধ্যে দলটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে, আর দলের নামও চূড়ান্ত করা হবে যেটি বিভিন্ন প্রস্তাবনার ভিত্তিতে নির্বাচিত হবে।

রংপুরের কাউনিয়া বাজারে এক গণসংযোগ অনুষ্ঠানে আখতার হোসেন এসব মন্তব্য করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন রংপুরের স্থানীয় সংগঠকরা। অনুষ্ঠানে আখতার হোসেন এক হাজার দুঃস্থ নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং পরবর্তীতে গণসংযোগ করেন।

আখতার হোসেন আরও বলেন, বাংলাদেশের জনগণ ২৪ সালের আন্দোলনের মাধ্যমে দেশের পরিবর্তন চেয়েছে এবং তারা নতুন সংবিধান ও সংস্কারের দাবিতে সোচ্চার। তিনি মনে করেন, বাংলাদেশের পরবর্তী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন, যা জনগণের প্রতিনিধিত্ব করবে।

তিনি বলেন, "আমরা স্পষ্টভাবে বলছি—হাসিনা এবং তার সহযোগীদের দ্বারা সংগঠিত গণতহত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না।" এছাড়া, ফ্যাসিবাদী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি।

আখতার হোসেন বলেন, তাদের নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে একটি মধ্যমপন্থী রাজনৈতিক ধারণার ওপর প্রতিষ্ঠিত হবে। তারা ইসলাম, হিন্দু কিংবা মুসলিম উগ্রবাদের বিরুদ্ধে অবস্থান নেবে এবং দেশের মানুষের মধ্যে শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্য নিয়েই দলটির যাত্রা শুরু হবে।

পরবর্তীতে, আখতার হোসেন কাউনিয়া এবং পীরগাছা উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমর্থন লাভের চেষ্টা করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে