ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

লাস ভেগাসে বিশ্বে প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন

২০২৫ জানুয়ারি ২৩ ১৮:৪৪:২৬
লাস ভেগাসে বিশ্বে প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন

ডুয়া ডেস্ক: বিশ্বে প্রথমবারের মতো উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন করেছে মার্কিন প্রতিষ্ঠান রিক্টর। 'স্কাইরাইডার এক্স১' নামের এই বাইকটি যাত্রীবাহী উড়োজাহাজ প্রযুক্তিতে এক বিপ্লবী অগ্রগতি হিসেবে পরিচিতি লাভ করেছে, দাবি প্রতিষ্ঠানটির।

২০২৫ সালের প্রযুক্তি পণ্যের মেলা 'কনজ্যুমার ইলেকট্রনিক্স শো' (সিইএস)-এ উড়ন্ত বৈদ্যুতিক বাইকটি প্রদর্শিত হয়, যা সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হয়েছে।

রিক্টর জানিয়েছে, ‘স্কাইরাইডার এক্স১’ মাটি ও আকাশ, উভয় ক্ষেত্রেই চলাচল করতে সক্ষম। এটি ব্যবহারকারীদের চলাচলে ব্যাপক স্বাধীনতা প্রদান করবে।

বাইকটির বৈশিষ্ট্য হিসেবে উল্লেখযোগ্য, এটি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে ৪০ মিনিট পর্যন্ত উড়তে সক্ষম। ভ্রমণকে আরো সহজ ও নির্ভরযোগ্য করতে বাইকটিতে রয়েছে ৫০ কিলোওয়াটের অনবোর্ড ডিসি চার্জিং স্টেশন। উন্নত প্রযুক্তি এবং স্থায়িত্ব নিশ্চিত করতে এতে ৪ অক্ষ বিশিষ্ট ও ৮ প্রপেলার সিস্টেম ব্যবহৃত হয়েছে, এবং কাঠামোটি তৈরি করা হয়েছে কার্বন ফাইবার কম্পোজিট ও অ্যাভিয়েশন-গ্রেড অ্যালুমিনিয়ামের সমন্বয়ে।

নিরাপত্তার কথা মাথায় রেখে স্কাইরাইডার এক্স১-এ ত্রিমুখী রিডানড্যান্ট ফ্লাইট কন্ট্রোল সিস্টেম যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে একটি ইঞ্জিন ব্যর্থ হলেও বাইকটি নিরাপদে পরিচালনা করা যাবে। এতে রয়েছে ব্যাটারি সুরক্ষা ব্যবস্থা ও ইমার্জেন্সি প্যারাসুট, যা যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে।

স্কাইরাইডার এক্স১-এ স্বয়ংক্রিয় রুট পরিকল্পনা ব্যবস্থা রয়েছে, যা গন্তব্য অনুযায়ী সবচেয়ে কার্যকর উড়াল পথ নির্ধারণ করে। বাইকটি স্বয়ংক্রিয়ভাবে উড়ার উচ্চতা, গতি এবং দিক নিয়ন্ত্রণ করতে সক্ষম, পরিবেশ এবং আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে। গন্তব্য নির্ধারণের পর এতে রয়েছে স্বয়ংক্রিয় টেক-অফ ও ল্যান্ডিং সুবিধাও। যারা ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করতে চান, তাদের জন্য রয়েছে জয়স্টিক সহ ম্যানুয়াল অপশন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

তথ্য প্রযুক্তি এর সর্বশেষ খবর

তথ্য প্রযুক্তি - এর সব খবর



রে