ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দেশের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকার করে প্রস্তুত থাকতে সেনাপ্রধানের আহ্বান

২০২৫ জানুয়ারি ২৩ ১৭:৫৩:৫৩
দেশের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকার করে প্রস্তুত থাকতে সেনাপ্রধানের আহ্বান

ডুয়া ডেস্ক: দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চট্টগ্রাম সেনানিবাসে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৭তম ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ অভিষেক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

তিনি উল্লেখ করেন, গত কয়েক বছরে বাংলাদেশ সেনাবাহিনীতে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও যুদ্ধোপযোগী অস্ত্র এবং সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সেনাবাহিনীর যুদ্ধোপযোগী সরঞ্জাম ও আধুনিক অস্ত্র যোগানের জন্য তিনি সচেষ্ট থাকার কথা জানান।

এছাড়া ওয়াকার-উজ-জামান প্রত্যাশা ব্যক্ত করেন যে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে প্রস্তুত থাকবে এবং প্রয়োজন পড়লে দেশের জন্য জীবন দিতে তারা দ্বিধা করবে না।

অনুষ্ঠানের শেষে সেনাপ্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৭তম বার্ষিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন। তিনি সকল সদস্যকে আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে সেনাসদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড এবং বিভিন্ন পদবীর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে