ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আগুন দিয়ে জাবিতে বৃক্ষনিধন; জড়িতদের বিচারসহ ৫ দফা দাবি

২০২৫ জানুয়ারি ২৩ ১৭:৩৫:০০
আগুন দিয়ে জাবিতে বৃক্ষনিধন; জড়িতদের বিচারসহ ৫ দফা দাবি

ডুয়া নিউজ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগুন দিয়ে বনভূমি ও সবুজ অঞ্চল ধ্বংসের ঘটনায় তদন্ত কমিটি গঠন এবং জড়িতদের শাস্তির দাবি জানিয়ে পাঁচ দফা দাবি দিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মোহাম্মদ কামরুল আহসান বরাবর স্মারকলিপি প্রদান করেন তাঁরা।

তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে: ১. আগুন দিয়ে বনভূমি পুড়িয়ে ধ্বংসের ঘটনার তদন্ত কমিটি গঠন করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া এবং দায়ীদের শাস্তির আওতায় আনা। ২. বিশ্ববিদ্যালয়ের সব ধরনের বনভূমি, সবুজ অঞ্চল বা ঝোপঝাড়ে আগুন দেওয়া চিরতরে বন্ধ করা। ৩. পুড়ে যাওয়া অঞ্চলগুলিতে গাছপালা পুনরায় রোপণ করা এবং এক মাসের মধ্যে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া। ৪. তদন্ত কমিটিতে বৃক্ষরোপণ কার্যক্রমে সংশ্লিষ্ট ৩ জন শিক্ষক ও ১০ জন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা। ৫. প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ন্যূনতম ১ হাজার গাছ রোপণ করা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি এস্টেট অফিসের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঞ্চলে আগুন লাগিয়ে গাছপালা ও সবুজভূমি পুড়িয়ে দেওয়া হয়েছে। ‘ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টার’ যাওয়ার রাস্তার দুই পাশের ঝোপঝাড় ও ছোট-বড় গাছ, সুইমিংপুলের পেছনের বিশাল সবুজভূমি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল মাঠের ডান পার্শ্বে সুবিশাল সবুজভূমিসহ বিভিন্ন জায়গায় আগুন লাগানো হয়েছে। আগের বছর নানা শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীর সমন্বিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ে ৩ হাজারের বেশি বৃক্ষ রোপণ করা হয়েছিল।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশগত এবং প্রাণীজগতের ক্ষতি হওয়ায় শিক্ষকদের পক্ষ থেকে ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়েছে। ভিসি প্রফেসর মোহাম্মদ কামরুল আহসান স্মারকলিপি গ্রহণ করে ধ্বংসপ্রাপ্ত এলাকাগুলোতে বৃক্ষরোপণ এবং তদন্ত কমিটি গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে