ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রংপুরের বিজয় রথ থামিয়ে দিল রাজশাহী

২০২৫ জানুয়ারি ২৩ ১৭:২৮:০১
রংপুরের বিজয় রথ থামিয়ে দিল রাজশাহী

ডুয়া নিউজ: চলতি বিপিএলে টানা আট ম্যাচ জয় পেয়ে রীতিমতো উড়ছিল রংপুর রাইডার্স। তারা প্লে-অফের জন্য প্রথম দল হিসেবে জায়গা নিশ্চিত করেছিল। তবে শক্তিশালী রংপুরকে ২৪ রানে পরাজিত করে বিপিএলের ৩১তম ম্যাচে রাজশাহী তাদের হারের স্বাদ দিতে সক্ষম হয়। এই জয়ে প্লে-অফে টিকে রইল রাজশাহী।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আগে ব্যাটিং করে রংপুরকে ১৭০ রানের লক্ষ্য দেয় রাজশাহী। লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৬ রানে অলআউট হয়ে রংপুর পরাজিত হয়, ফলে ২৪ রানে জয় পায় রাজশাহী।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় শুরু থেকেই বিপদে পড়ে রংপুর। ইরফান শুক্কুর মাত্র ২ বলেই শূন্য রানে আউট হন, এরপর স্টিভেন টেইলর ১০ বলে ৪ রান করে ফিরে যান। পরবর্তীতে ইফতেখার আহমেদও ডাক আউট হন, ফলে রংপুরের স্কোর দাঁড়ায় ১৫ রানে তিন উইকেট হারানোর পর।

সাইফ হাসান তিনে নেমে দলের হাল ধরেন, তবে তাকে সঙ্গ দিতে পারেননি খুশদিল শাহ, যিনি ১৩ বলে ১৪ রান করে আউট হন। সাইফ ২৯ বলে ৪৩ রান করে আউট হন। এরপর ১৪ বলে ৮ রান করে শেখ মাহেদী আউট হলে রংপুরের পরাজয়ের পথ প্রশস্ত হয়। নুরুল হাসান সোহান কিছুটা চেষ্টা করেন, তবে ১৭তম ওভারে রায়ান বার্ল তাকে ফিরিয়ে দেন। এরপর আর কোন ক্রিকেটার রান তুলতে পারলেন না, এবং ১৪৬ রানে অলআউট হয়ে রংপুর পরাজিত হয়।

রাজশাহীর হয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচে সেরা পারফরম্যান্স দেখান রায়ান বার্ল। তাসকিন আহমেদ ও এসএম মেহরাব দুটি করে উইকেট নেন। এছাড়া শাফিউল ইসলাম ও সাব্বির হোসেন একটি করে উইকেট নেন।

রাজশাহীর ব্যাটিং শুরু হয় দুর্দান্ত, বিশেষ করে মোহাম্মদ হারিস ও সাব্বির হোসেনের ক্যামিও। তবে হারিস ১২ বলে ১৯ রান করে আউট হন। এরপর সাব্বির এনামুল হক বিজয়ের সঙ্গে ফিফটি না তুলতে পারলেও ১৯ বলে ৩৯ রান করে আউট হন। এরপর রায়ান বার্ল ডাগ আউট হয়ে যান। তবে ইয়াসির আলী রাব্বি ২৭ বলে ফিফটি তুলে ৩২ বলে ৬২ রান করে ফিরে যান।

শেষ পর্যন্ত রাজশাহী ১৭০ রানের পুঁজি পেয়েছিল, যদিও উইকেটের পতন ঘটে ছিল, কিন্তু শাফিউল ইসলামের ২ রান ও মোহর শেখের ৩ রানে সেই সংগ্রহ তাদের জয় এনে দেয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে