ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বড় বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে চায়: প্রেস সচিব

২০২৫ জানুয়ারি ২৩ ১৭:০৯:৩৫
বড় বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে চায়: প্রেস সচিব

ডুয়া নিউজ: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রফেসর ইউনূস বর্তমানে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করছেন। সেখানে বড় বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী এবং তাদের সিইও’রা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।

২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, "ডব্লিউইএফ সম্মেলনে অনেক প্রাইভেট সেক্টরের এমডি, সিইও’রা উপস্থিত থাকেন। তাদের সঙ্গে সরকারের প্রধানদের আলোচনা হয়, যেখানে গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়।" তিনি আরও বলেন, "এই দুই দিনে প্রধান উপদেষ্টা প্রায় ১০টি দেশের সরকার প্রধানদের সঙ্গে আলোচনা করেছেন।"

প্রেস সচিব আরও জানান, বড় বড় কোম্পানির এমডি, সিইও’রা প্রধান উপদেষ্টার কাছে জানতে চান, বাংলাদেশে ব্যবসার সুযোগ এবং বিনিয়োগের জন্য পরিবেশ কেমন। তিনি বলেন, "আমরা বারবার বলছি যে, বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত। ব্যবসায়িক পরিবেশকে যতটা সম্ভব সহজ করা হয়েছে, যেমন চট্টগ্রাম পোর্টের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।"

শফিকুল আলম বলেন, "অধ্যাপক ইউনূস যুক্তরাষ্ট্র, জার্মানি, তুরস্ক ও চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করতে আমন্ত্রণ জানিয়েছেন। তারা বাংলাদেশকে এক্সপোর্ট হাব হিসেবে গড়ে তুলতে পারেন। আশা করছি, এতে ইতিবাচক ফলাফল আসবে।"

এদিকে, প্রফেসর ইউনূস ২১ জানুয়ারি স্থানীয় সময় সকাল ১০টায় সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দরে পৌঁছান। তাকে স্বাগত জানান সুইজারল্যান্ডের জেনেভা শহরের বাংলাদেশী রাষ্ট্রদূত মো. আরিফুর রহমান। ২৫ জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে