ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

৩৩০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল কানাডা

২০২৫ জানুয়ারি ২৩ ১৪:২৮:২৯
৩৩০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল কানাডা

ডুয়া ডেস্ক : কানাডার ফেডারেল ইমিগ্রেশন বিভাগ আগামী তিন বছরে ৩ হাজার ৩০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। সিটিভি নিউজ অটোয়াকে দেয়া এক বিবৃতিতে, ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) বিষয়টি নিশ্চিত করেছে।

আইআরসিসি জানিয়েছে, আগামী তিন বছরে, আমরা আমাদের পরিকল্পিত কর্মী সংখ্যায় প্রায় ৩ হাজার ৩০০ পদ কমিয়ে আনব। এটি প্রতিটি সেক্টর এবং প্রতিটি শাখায় বিভিন্ন মাত্রায় প্রভাব ফেলবে।

কানাডা সেক্রেটারিয়েটের ট্রেজারি বোর্ড অনুসারে, ২০২৪ সালে কানাডায় অভিবাসন, শরণার্থী এবং নাগরিকত্ব বিভাগে ১৩ হাজার ৯২ জন কর্মচারী ছিল যা ২০২২ সালে ছিল ১০ হাজার ২৪৮ এবং ২০১৯ সালে চিল ৭ হাজার ৮০০।

আইআরসিসি’র ঘোষণা অনুযায়ী, কানাডায় বসবাসরত আশ্রয়প্রার্থী ও স্থায়ী অভিবাসন প্রত্যাশীদের মধ্যে এই সিদ্ধান্তটি উদ্বেগ সৃষ্টি করেছে। আগামী নির্বাচনের পর বিজয়ী দলের ইমিগ্রেশন পলিসি কি হবে, অভিবাসী নিয়ে তাদের কি পরিকল্পনা হবে, এ বিষয়ে আগাম কিছুই এখনই অনুমান করা যাচ্ছে না।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে