ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

যানবাহন ভাঙচুর ও আগুন বেক্সিমকো শ্রমিকদের

২০২৫ জানুয়ারি ২২ ২২:৩৭:৫৬
যানবাহন ভাঙচুর ও আগুন বেক্সিমকো শ্রমিকদের

ডুয়ানিউজ: গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা কারখানা খোলার দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গী হয়ে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে। আন্দোলন চলাকালে গণপরিবহনে ভাঙচুর এবং বেশ কিছু গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীদের উপর হামলা ও মোটরসাইকেল ভাঙচুর করার অভিযোগ ওঠে।

শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে তাঁরা বেশ কয়েকবার সড়ক অবরোধ করেছে। এর আগে গত ২১ ডিসেম্বর শ্রমিকদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করে প্রতিবাদ বন্ধ করেছিল। পরে গত ২১ জানুয়ারি এতে অংশ নিয়ে শ্রমিকদের গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় দীপ্ত টিভির গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, বাংলাভিশনের সাংবাদিক আমির হোসেন রিয়েল এবং প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার কালিয়াকৈর প্রতিবেদক আবু সাঈদ গুরুতর অভ্যাহত হন।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম গণপরিবহনের ভাঙচুর এবং সাংবাদিকদের ওপর হামলার জন্য দুঃখ প্রকাশ করেন।

শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু তালেব জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে