ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

চুরির অর্থ ফেরাতে বিশ্বনেতাদের সহায়তা চাইলেন ড. ইউনূস

২০২৫ জানুয়ারি ২২ ২২:০৭:১২
চুরির অর্থ ফেরাতে বিশ্বনেতাদের সহায়তা চাইলেন ড. ইউনূস

ডুয়া নিউজ: প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দেশ থেকে চুরি হয়ে যাওয়া হাজার হাজার কোটি টাকা ফিরিয়ে আনতে বিদেশি বন্ধুদের সহায়তা চেয়েছেন।

আজ বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের ফাঁকে তিনি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেন।

এ সময় তিনি জার্মানির ফেডারেল চ্যান্সেলর ওল্ফগ্যাং স্মিড, বেলজিয়ামের রাজা কিং ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা, সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিলর ইগনাজিও ক্যাসিস, দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারম্যান শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমসহ বেশ কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে আলোচনা করেন। এছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি, সাবেক মার্কিন বিশেষ দূত জন কেরি ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারসহ বিভিন্ন আন্তর্জাতিক নেতার সঙ্গে বৈঠক করেন।

ড. ইউনূস এ সময় বাংলাদেশের দুঃশাসন ও দুর্নীতি নিয়ে আলোচনার পাশাপাশি দেশের চুরি হওয়া অর্থ উদ্ধারের জন্য বিশ্বনেতাদের সহায়তা চান। তিনি আন্তর্জাতিক বিশেষজ্ঞ, থিংক ট্যাংক, সাংবাদিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাংলাদেশে পাঠানোর আহ্বান জানান, যাতে দেশে কীভাবে অর্থ পাচার এবং দুর্নীতি ঘটেছে তা খতিয়ে দেখা যায়।

ড. ইউনূস জার্মান মন্ত্রীকে বলেন, "আমরা যখন নতুন বাংলাদেশ ও পরিচ্ছন্ন বাংলাদেশের কথা বলি, তখন এতে জার্মানির সমর্থন প্রয়োজন।" তিনি জার্মান মন্ত্রীর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন এবং জানান, "আগামী এপ্রিল মাসে জার্মানির একটি ব্যবসায়িক প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে।"

নেপালের জলবিদ্যুৎ সম্ভাবনা নিয়ে তিনি ভারত, নেপাল ও ভুটানকে একত্র করে একটি অর্থনৈতিক প্ল্যাটফর্ম গড়ার পরিকল্পনা প্রকাশ করেন। তিনি বলেন, "নেপাল বিদ্যুৎ বিক্রি করতে প্রস্তুত এবং বাংলাদেশ একটি ভাল বাজার। এটি কর্মসংস্থান সৃষ্টি করতে সাহায্য করবে এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাবে।"

তিনি সুইজারল্যান্ডের সঙ্গে ম্যানগ্রোভ বন সুন্দরবনের কার্বন নিঃসরণ বন্ধ রাখতে সহযোগিতা চাওয়ার পাশাপাশি, বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানে নিয়ে সুইজারল্যান্ডের বিনিয়োগ আকর্ষণের জন্য আহ্বান জানান।

বেলজিয়ামের রাজা ফিলিপ এবং কঙ্গোর প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তিনি ক্ষুদ্রঋণ কর্মসূচির মাধ্যমে আফ্রিকা ও কঙ্গোতে বন সংরক্ষণ নিয়ে আলোচনা করেন। কঙ্গোর প্রেসিডেন্টের দাবি ছিল যে, ক্ষুদ্রঋণ কর্মসূচি কঙ্গোর বনাঞ্চলকে ব্রিটেনের দ্বিগুণ আকারে বাড়িয়েছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে রোহিঙ্গা সংকট, জাহাজ চলাচল এবং অর্থনৈতিক সহযোগিতার নানা বিষয়েও আলোচনা করেন প্রধান উপদেষ্টা। তিনি থাই প্রধানমন্ত্রীর কাছে "থ্রি জিরো" ধারণা তুলে ধরেন, যা দারিদ্র্য, বেকারত্ব এবং পরিবেশগত সমস্যা মোকাবেলায় কার্যকর হতে পারে।

এ সময় বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এবং দেশটির অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে