ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

পরিচয় মিলেছে ঢাবি ক্যাম্পাসের গাছে ঝুলন্ত সেই লাশের

২০২৫ জানুয়ারি ২২ ১৭:০০:১৯
পরিচয় মিলেছে ঢাবি ক্যাম্পাসের গাছে ঝুলন্ত সেই লাশের

ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের পাশে ফুটপাতে একটি মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় একটি মৃতদেহ পাওয়া গেছে। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে মৃত ব্যক্তির পরিচয় মিলেছে। জানা গেছে, মৃত ব্যক্তির নাম আবু সালেহ (৪৫) এবং তিনি ঢাকা কেরানীগঞ্জের বাসিন্দা।

রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, সিআইডির ফরেনসিক বিভাগ মৃতের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করার পর তার পরিচয় নিশ্চিত করেছে। মৃত ব্যক্তির বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।

একইদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অজ্ঞাত পরিচয়ে একটি লাশের সন্ধান পাওয়া যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গণিত ভবনের বিপরীতে গাছের চূড়ায় লাশটি ঝুলছিল। তবে স্থানীয় পথচারী ও উপস্থিত জনতা নিহতের মৃত্যুর প্রেক্ষাপটকে হত্যাকাণ্ড হিসেবে মনে করছেন। শহীদ মিনার এলাকা একজন রিকশাচালক জানিয়েছেন, তারা ভোরে লাশটি দেখতে পান এবং পরিস্থিতি থেকে মনে হচ্ছে এটি আত্মহত্যা নয় বরং কাউকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, মৃতদেহের গায়ে সবুজ রঙের টিশার্ট এবং সাদা রঙের কোট ছিল, সঙ্গে নীল রঙের ট্রাউজার ছিল। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি গাছ থেকে নামিয়ে আনেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে