ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

খাল দখলের আদেশ; ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ পানামার

২০২৫ জানুয়ারি ২২ ১৬:৪৯:২২
খাল দখলের আদেশ; ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ পানামার

ডুয়া ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ পানামা খাল দখল নিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আদেশে স্বাক্ষরের ২৪ ঘণ্টার মধ্যে পানামার প্রেসিডেন্ট জোসে রাউল মুলিনো জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে এক চিঠি পাঠিয়ে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।

চিঠিতে মুলিনো জাতিসংঘ সনদের একটি অনুচ্ছেদ উল্লেখ করেন, যেখানে বলা হয়েছে যে, জাতিসংঘের কোনো সদস্যরাষ্ট্র অন্য সদস্য রাষ্ট্রের ভৌগলিক অখণ্ডতা এবং রাজনৈতিক স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করতে হুমকি বা বলপ্রয়োগ করতে পারবে না। পানামার প্রেসিডেন্ট, মহাসচিবের কাছে এই বিষয়টি নিরাপত্তা পরিষদের সামনে উত্থাপন করারও অনুরোধ জানিয়েছেন।

মিসরের সুয়েজ খালের পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ পানামা খাল। এটি মধ্য আমেরিকার ছোট্ট দেশ পানামাতে অবস্থিত। ৮২ কিলোমিটার দীর্ঘ এবং ১১০ ফুট প্রশস্ত এই খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে, যা বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি পানামা খাল না থাকতো, তবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূল যেতে ১৫,০০০ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হতো।

১৯১৪ সালে খালটি চালু করার পর ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্র পানামার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে, যাতে খালটির হস্তান্তরের শর্তে সম্মতি জানানো হয়। ১৯৯৯ সাল থেকে পানামা এককভাবে খালটির নিয়ন্ত্রণ নেয়। তবে ২০২৩ সালে চীন পানামার সঙ্গে নতুন অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করলে, যুক্তরাষ্ট্রের সাথে পানামার সম্পর্ক আবারো উত্তপ্ত হয়ে ওঠে। ট্রাম্পের অভিযোগ, পানামা অতিরিক্ত ফি আদায় করছে এবং যুক্তরাষ্ট্রের নৌযানদের সেবা সঠিকভাবে প্রদান করছে না।

২০২৪ সালের ২৩ ডিসেম্বর ট্রাম্প প্রথমবার পানামা খাল দখলের হুমকি দেন। তিনি দাবি করেন, খালের মালিকানা পানামার জনগণের কাছে চলে গেছে যুক্তরাষ্ট্রের বদান্যতা, এবং কিছু শর্তের অধীনে এই হস্তান্তর হয়েছিল। এরপর ২২ জানুয়ারি তারিখে ট্রাম্প পানামা খাল ফিরিয়ে নেওয়ার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

পানামার প্রেসিডেন্ট মুলিনো ট্রাম্পের এই দাবির পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, পানামার জনগণ কখনও এই খালের মালিকানা ছাড়বে না।সূত্র : এএফপি, এনডিটিভি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে