ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

বাবার জানাজা থেকে শিল্পী মনির খানের আইফোন চুরি

২০২৫ জানুয়ারি ২২ ১৬:৪০:৫৪
বাবার জানাজা থেকে শিল্পী মনির খানের আইফোন চুরি

ডুয়া ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলী খান ২১ জানুয়ারি, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর। তিনি গত ছয় মাস ধরে অসুস্থ ছিলেন এবং বিছানায় শয্যাশায়ী ছিলেন।

আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তবে জানাজা নামাজের সময় একটি দুঃখজনক ঘটনা ঘটে। মনির খানের আইফোন ১৪ প্রো ম্যাক্স চুরি হয়ে যায়। এই তথ্যটি নিজেই মনির খান সাংবাদিকদের জানান।

মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া বলেন, “আমরা জানাজার সময় সেখানে উপস্থিত ছিলাম। নামাজের সময় মনির খানের পকেট থেকে মোবাইলটি চুরি হয়ে যায়, তিনি তা তখন খেয়াল করেননি। জানাজার মতো একটি মর্যাদাপূর্ণ আয়োজনে এই ধরনের ঘটনা দুঃখজনক।”

এ প্রসঙ্গে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়েজ উদ্দিন মৃধা বলেন, “শিল্পী মনির খানের বাবা মারা যাওয়ার খবর আমরা শুনেছি, তবে তিনি আমাদের জানায়নি যে তার মোবাইল চুরি হয়েছে। যদি এমন কিছু ঘটে থাকে, তা অবশ্যই দুঃখজনক।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে