ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

বইমেলায় বড় ব্যাগ, কার্টুন, দাহ্য পদার্থ নিয়ে ঢোকা যাবে না : ডিএমপি কমিশনার

২০২৫ জানুয়ারি ২২ ১৬:৩১:৪৯
বইমেলায় বড় ব্যাগ, কার্টুন, দাহ্য পদার্থ নিয়ে ঢোকা যাবে না : ডিএমপি কমিশনার

ডুয়া ডেস্ক: আসন্ন অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষ্যে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, এবার বইমেলায় প্রবেশে বড় ব্যাগ, কার্টুন ও দাহ্য পদার্থ নেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত সমন্বয় সভায় তিনি বলেন, প্রতি বছর বাংলা একাডেমির উদ্যোগে অমর একুশে বইমেলা আয়োজন করা হয় যা ফেব্রুয়ারি মাসজুড়ে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এই বইমেলার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ডিএমপি ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে।

কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, বইমেলার ভেতরে ও বাইরে পুলিশ সাদা পোশাক এবং ইউনিফর্মে ডিউটিতে থাকবে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মেলার সার্বক্ষণিক নজরদারি করা হবে। নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ার ও ফায়ার টেন্ডারও থাকবে, পাশাপাশি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হবে।

সতর্কতার অংশ হিসেবে মেলা প্রাঙ্গণ সুইপিং করা, সাদা পোশাকে বিশেষ টিম মোতায়েন, দিকনির্দেশনামূলক বিলবোর্ড, ব্যানার ও মাইকিং করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং, ড্রোন দ্বারা মেলার বিভিন্ন অংশের নজরদারি এবং সোয়াট ও বোম্ব ডিসপোজাল টিম প্রস্তুত রাখা হবে।

প্রত্যেক দর্শনার্থীকে আর্চওয়ে দিয়ে প্রবেশ করতে হবে এবং নিরাপত্তার স্বার্থে নিষিদ্ধ পণ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে। লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, হেল্প ডেস্ক ও শিশু পরিচর্যা কেন্দ্র মেলায় থাকবে। তিনি জানান, আলোর সুষম ব্যবস্থা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে গুরুত্বারোপ করা হয়েছে।

সর্বশেষ সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, বাংলা একাডেমি, ফায়ার সার্ভিসসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মতামত প্রদান করেন। অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে