ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

ট্রাম্পের নির্দেশের পর অভিযান; যুক্তরাষ্ট্রে ৪ বাংলাদেশি আটক

২০২৫ জানুয়ারি ২২ ১৬:২৫:২১
ট্রাম্পের নির্দেশের পর অভিযান; যুক্তরাষ্ট্রে ৪ বাংলাদেশি আটক

ডুয়া ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পরই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একাধিক নির্বাহী আদেশ জারি করেছেন। এর অংশ হিসেবে, তিনি অভিবাসন সংক্রান্ত বিভিন্ন আদেশে স্বাক্ষর করেছেন এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। নিউইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকায় সাদা পোশাকে অভিযান চালিয়ে চারজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্ট (আইস)। এ ধরনের অভিযান পরিস্থিতি আতঙ্কিত করেছে নথিপত্রহীন অভিবাসীদের।

শপথ নেওয়ার পর গত মঙ্গলবার পর্যন্ত, ট্রাম্প প্রশাসন অভিবাসন সংক্রান্ত ১০০টিরও বেশি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছে, যার মধ্যে ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করে নতুন ৪৭টি আদেশ জারি করা হয়েছে। নতুন আদেশের মাধ্যমে ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান গ্রহণের কথা ঘোষণা করেছেন। এর পাশাপাশি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউইয়র্কে অভিবাসীদের সহায়তাকারী আইন কর্মকর্তা খাদিজা মুনতাহা রুবা জানান, সাদা পোশাকে অভিযান চালিয়ে ব্রুকলিনের ফুলটন এলাকায় অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় এক বাংলাদেশি জানান, অভিযানের সময় তারা আড্ডা দিচ্ছিলেন, আর সাদাপোশাকে কর্মকর্তারা তাদের পরিচয়পত্র দেখতে চেয়েছিলেন। এক ব্যক্তির প্রতিবাদের কারণে তাকে গ্রেপ্তার করা হয়, তবে অন্যদের ছেড়ে দেওয়া হয়।

শপথ গ্রহণের সময় ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশকারী লাখ লাখ অপরাধী সীমান্ত পেরিয়ে প্রবেশ করেছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। এছাড়া, ট্রাম্প একটি নির্বাহী আদেশে জন্মসূত্রে নাগরিকত্বের বিধানও বাতিল করেছেন, যার ফলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অবৈধ অভিবাসীদের সন্তানদের আর নাগরিকত্ব মিলবে না। এই আদেশের বিরুদ্ধে ২৪টি অঙ্গরাজ্য ও শহরের কর্তৃপক্ষ একযোগে মামলা দায়ের করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে