ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

উপদেষ্টা আসিফ নজরুলের আশ্বাসে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুকদের আন্দোলন স্থগিত

২০২৫ জানুয়ারি ২২ ১৬:১৭:৩৭
উপদেষ্টা আসিফ নজরুলের আশ্বাসে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুকদের আন্দোলন স্থগিত

ডুয়া নিউজ: আগামী মার্চ মাসের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আশ্বাস দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এই আশ্বাস পাওয়ার পর, আজ সকাল থেকে মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মীরা তাদের আন্দোলন স্থগিত করেছেন এবং বাড়ি ফিরছেন।

আজ বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৩টা ১৮ মিনিটে প্রবাসী কল্যাণ ভবনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে আলোচনা শেষে আন্দোলনকারীরা এ ঘোষণা দেন।

আন্দোলনকারীদের মধ্যে অন্যতম নেতা মাইনুদ্দিন বাবু বলেন, "প্রবাসী কল্যাণ ভবনে আমরা আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল স্যারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন, যাদের ম্যানপাওয়ার ও ই-ভিসা আছে, তাদেরকে পর্যায়ক্রমে আগামী মার্চের শেষের দিকে মালয়েশিয়ায় পাঠানো হবে। এছাড়া, যাদের ই-ভিসা বা ম্যানপাওয়ার হয়নি, তাদেরকে এজেন্সি থেকে টাকা এবং পাসপোর্ট নিয়ে নেওয়ার জন্য বলেছেন। তাদেরকে পর্যায়ক্রমে অন্য দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।"

তিনি আরও বলেন, "স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে, যদি মালয়েশিয়া না যেতে পারি, তাহলে অন্য দেশে প্রবাসী পাঠানোর ক্ষেত্রে প্রথমে আমাদেরকেই পাঠানো হবে। আমরা বিশ্বাস করি, উনার আশ্বাস অনুযায়ী আমাদের কাজ হবে, তাই আমরা আন্দোলন স্থগিত করে ঘরে ফিরে যাচ্ছি।"

মাইনুদ্দিন বাবু আন্দোলনকারীদের উদ্দেশ্যে আরও বলেন, "যাদের ই-ভিসা কিংবা ম্যানপাওয়ার হয়নি, তারা এজেন্সির কাছ থেকে টাকা এবং পাসপোর্ট ফিরিয়ে নিবেন। যদি এজেন্সি টাকা বা পাসপোর্ট না দেয়, তাহলে থানার পুলিশ ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা নেবেন।"

তবে, আন্দোলনকারীরা সতর্ক করে দিয়ে বলেন, "যদি সরকার আশ্বাস অনুযায়ী কথা না রাখে, তবে আমরা আবারও রাস্তায় নামব এবং তীব্র আন্দোলন করব।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে