ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

কী লেখা ছিল ট্রাম্পের জন্য রেখে যাওয়া বাইডেনের চিঠিতে

২০২৫ জানুয়ারি ২২ ১৫:০৬:৫০
কী লেখা ছিল ট্রাম্পের জন্য রেখে যাওয়া বাইডেনের চিঠিতে

ডুয়া ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ওভাল অফিসে রেজোলিউট ডেস্কে বসে নির্বাহী আদেশে স্বাক্ষর করছিলেন, তখন তিনি একটি চিঠি খুঁজে পান। এটি ছিল তার পূর্বসূরি জো বাইডেনের রেখে যাওয়া একটি সাদা খামে, যেখানে শুধুমাত্র ‘৪৭’ লেখা ছিল। চিঠিটির বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি, তবে এটি প্রথাগতভাবে বিদায়ী প্রেসিডেন্টদের রেখে যাওয়া ব্যক্তিগত বার্তার অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির রাজনীতিতে বিষয়টি দীর্ঘদিনের একটি চলমান প্রথা। যেখানে বিদায়ী প্রেসিডেন্ট তার উত্তরসূরির জন্য একটি ব্যক্তিগত বার্তা রেখে যান।

জানা যায়, এই চিঠি বিনিময়ের প্রথা শুরু হয়েছিল ১৯৮৯ সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের মাধ্যমে। তিনি তার উত্তরসূরি জর্জ এইচ ডব্লিউ বুশের জন্য একটি মজার নোট লিখেছিলেন।

ওই চিঠিতে ছিল টার্কি পরিবেষ্টিত এক হাতির ছবি, এবং তাতে লেখা ছিল— ‘টার্কিগুলো যেন তোমাকে হতাশ না করে।’ এরপর থেকেই প্রত্যেক বিদায়ী প্রেসিডেন্ট তার উত্তরসূরির জন্য ব্যক্তিগত বার্তা রেখে যান। যেখানে ভালোবাসা, শুভকামনা এবং প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা শেয়ার করা হয়।

বিষয়টি নিয়ে বাইডেন স্প্যানিশ ভাষায় সংক্ষিপ্তভাবে মন্তব্য করেছিলেন, ‘Eso queda entre él y yo’ যার অর্থ, ‘এটা তার এবং আমার মধ্যে থাক।’

ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন যে তিনি সোমবার সন্ধ্যায় চিঠিটি খুলেছিলেন এবং জনসম্মুখে প্রকাশ করার কথা ভাবছিলেন। চিঠিতে বাইডেন ট্রাম্পকে তার মেয়াদ উপভোগ করার পরামর্শ দিয়েছেন এবং প্রেসিডেন্ট পদের গুরুত্বের উপর জোর দিয়েছেন।

ট্রাম্প বলেন, এটি একটি খুব সুন্দর একটি চিঠি ছিল। মূলত একটি একটি অনুপ্রেরণামূলক ঘরানার চিঠি। লেখা ছিল, উপভোগ করুন। ভালো কাজ করে যান। সবচেয়ে বড় কথা, এই পদটি খুবই গুরুত্বপূর্ণ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে