ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

ঢাবি উপাচার্যকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের বার্তা

২০২৪ ডিসেম্বর ১০ ১৪:৪৭:৩৯
ঢাবি উপাচার্যকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের বার্তা

ডুয়া নিউজ : ২৪-এর গণঅভ্যুত্থান পূর্ববর্তী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা সফলভাবে আয়োজনে সার্বিক সহযোগিতা করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মি. ফলকার তুর্ক।

এক ধন্যবাদ বার্তায় মি. ফলকার তুর্ক বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ ভেন্যুতে বৈচিত্র্যময় বিভিন্ন শাখার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা ও মতবিনিময় করা খুবই সম্মানের বিষয়। মতবিনিময় সভায় তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণ আমাকে অনুপ্রাণিত করেছে।

তিনি বলেন, আমি লক্ষ্য করেছি এসব তরুণ আগামীর বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করতে দৃঢ় সংকল্পবদ্ধ। অনেক তরুণীকে নেতৃত্বের ভূমিকায় দেখে বিশেষভাবে আমি উৎসাহিত হয়েছি। বাংলাদেশের এই ঐতিহাসিক পরিবর্তনে মানবাধিকারের অগ্রগতিতে সমর্থন করার জন্য আমার অফিসের পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে