ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

কোস্টগার্ড প্রধানকে সরালেন ট্রাম্প

২০২৫ জানুয়ারি ২২ ১১:৫১:৪৫
কোস্টগার্ড প্রধানকে সরালেন ট্রাম্প

ডুয়া ডেস্ক : ক্ষমতা গ্রহণ করেই একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দেশটির কোস্টগার্ডের প্রধানকে বরখাস্ত করেছেন দ্বিতীয় মেয়াদে নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প।

মঙ্গলবার (২১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর কোস্টগার্ডের প্রধান কমান্ড্যান্ট অ্যাডমিরাল লিন্ডা লি ফাগানকে সরিয়ে দেওয়ার এ তথ্য জানিয়েছে। মার্কিন সশস্ত্র বাহিনীর কোনো শাখার প্রথম ইউনিফর্মধারী নারীপ্রধান ছিলেন তিনি।

গত সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার দিনই বাইডেন আমলের গুরুত্বপূর্ণ অনেক কর্মকর্তাকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরুর ধারাবাহিকতায় তিনি এ পদক্ষেপ নিলেন।

ট্রাম্পের পূর্বসূরি ও সদ্য বিদায় নেওয়া প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের কোস্টগার্ডকে নেতৃত্ব দেওয়ার জন্য ২০২১ সালে লিন্ডা লিকে বেছে নিয়েছিলেন।

হোমল্যান্ড সিকিউরিটিবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী বেঞ্জামিন হাফম্যান কোস্টগার্ডের ওয়েবসাইটে দেওয়া একটি বার্তায় লিন্ডা লি ফাগানকে তার ‘দীর্ঘদিনের ও বর্ণাঢ্য পেশাগত দায়িত্ব পালন’ শেষে দায়িত্ব থেকে অপসারণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, নেতৃত্বের ঘাটতি, কার্যসম্পাদনগত ব্যর্থতা ও মার্কিন কোস্টগার্ডের কৌশলগত লক্ষ্যকে এগিয়ে নেওয়ার অক্ষমতার কারণে ফাগানকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়েছেন হাফম্যান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে