ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

শপথ নিয়েই চার উচ্চপদস্তকে বরখাস্ত; হাজারো কর্মকর্তাকে হুমকি ট্রাম্পের

২০২৫ জানুয়ারি ২১ ২০:৩৮:১৭
শপথ নিয়েই চার উচ্চপদস্তকে বরখাস্ত; হাজারো কর্মকর্তাকে হুমকি ট্রাম্পের

ডুয়া ডেস্ক: ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরির নিয়োগকৃত যুক্তরাষ্ট্র সরকারের চারজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। এছাড়া তিনি হাজারো কর্মকর্তাকে বরখাস্ত করার হুমকি দিয়েছেন।

স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নামে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে প্রথম পোস্টে এই তথ্য জানান।

বরখাস্ত হওয়া চারজন কর্মকর্তা হলেন: ১. হোসে আন্দ্রেজ, মার্কিন প্রেসিডেন্টের খেলাধুলা, স্বাস্থ্য-সবলতা ও পুষ্টিবিষয়ক পরিষদের সদস্য ২. মার্ক মিলে, জাতীয় অবকাঠামো উপদেষ্টা পরিষদের সদস্য ৩. ব্রায়ান হুক, উইলসন সেন্টার ফর স্কলারসের সদস্য ৪. কেইশা ল্যান্স বটমস, রপ্তানিবিষয়ক পরিষদের সদস্য।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, তিনি আগের প্রশাসনের নিয়োগ করা এক হাজারেরও বেশি কর্মকর্তাকে চিহ্নিত ও অপসারণের জন্য একটি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন, কারণ তারা তার "আমেরিকাকে আবার মহান করে তোলার" দৃষ্টিভঙ্গির সঙ্গে মেলে না।

তিনি আরও জানিয়েছেন, এই চারজনের বরখাস্তের নোটিশ দাপ্তরিকভাবে তাদের কাছে পৌঁছে যাবে, এবং শিগগির আরও অনেকের জন্য বরখাস্তের ঘোষণা আসবে।

ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় সরকারি ব্যয় সংকোচন এবং সরকারি দপ্তরের জনবল কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এছাড়া, সরকারি কাজের দক্ষতা বাড়ানোর জন্য তিনি কিছু দপ্তর বন্ধ করারও হুমকি দিয়েছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে