ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

‘হর্ন বিরোধী ক্যাম্পেইনে’ শিক্ষার্থীদের সহযোগিতা চাইলনে পরিবেশ উপদেষ্টা

২০২৫ জানুয়ারি ২১ ২০:২৪:২৩
‘হর্ন বিরোধী ক্যাম্পেইনে’ শিক্ষার্থীদের সহযোগিতা চাইলনে পরিবেশ উপদেষ্টা

ডুয়া নিউজ: বাংলাদেশ শব্দ ও বায়ু দূষণে বিশ্বে শীর্ষে অবস্থান করছে। দেশে শতকরা ৬৮ শতাংশ বাস বা ট্রাকের চালক কানে শোনেন না। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এমন মন্তব্য করে আগামী মাসে শুরু হতে যাওয়া হর্ন বিরোধী ক্যাম্পেইনে শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছেন।

তিনি বলেন, "ঢাকা শহরের মতো শব্দ দূষণের কোনো শহর পৃথিবীতে নেই। আমরা শব্দ ও বায়ু দূষণে এক নম্বরে। ৬৮ শতাংশ বাস বা ট্রাক চালক কানে শোনেন না। আমাদের যদি জাতিগতভাবে এই সমস্যা সমাধানে কাজ করার ইচ্ছা থাকে, তাহলে সফলতা আসবেই।"

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে পলিথিন, পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধের কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণকারীদের সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা।

এছাড়া, পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ বন্ধের উদ্যোগেও সৈয়দা রিজওয়ানা হাসান শিক্ষার্থীদের পাশে থাকতে বলছেন।

তিনি বলেন, পলিথিন ব্যবহার বন্ধে ২০০২ সাল থেকে কাজ শুরু হলেও এখনো এর বিরোধিতা চলছে, তবে ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আমরা আমাদের পূর্বপুরুষদের মতো পাটের ব্যাগ ব্যবহার করতে পারি। পলিথিনের বিকল্প বহু আগে থেকেই ছিল। আমাদের বাবারা যেমন চটের ব্যাগ নিয়ে বাজারে যেতেন, ঠিক তেমনভাবেই আমরা পরিবর্তন আনতে পারি।"

এছাড়া পলিথিন উৎপাদন বন্ধে কারখানা মালিকদের বিরোধিতা সত্ত্বেও ঐক্যবদ্ধ হয়ে কাজ চালিয়ে যেতে হবে। তিনি বলেন, "পলিথিনের ব্যবহার বন্ধ করার আগে আমাদের নিজে থেকেই এর ব্যবহার কমাতে হবে।"

অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়, যেখানে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এবং অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে