ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

‘উত্তর কোরিয়া আর যুক্তরাষ্ট্রের শত্রু নয়’

২০২৫ জানুয়ারি ২১ ১৯:৪৪:৩৩
‘উত্তর কোরিয়া আর যুক্তরাষ্ট্রের শত্রু নয়’

ডুয়া ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প সোমবার (২০ জানুয়ারি) ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। শপথ গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ‘কোরিয়া হেরাল্ড’-এর সাথে কথা বলার সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সাথে তাঁর সম্পর্ক নিয়ে মতামত প্রকাশ করেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়া পরমাণু শক্তিধর হলেও আমাদের জন্য শত্রু বা হুমকি নয়। আমাদের শত্রুর অভাব নেই, তবে আমি মনে করি উত্তর কোরিয়া এখন আর (যুক্তরাষ্ট্রের) শত্রু নয়।’ তিনি আরও জানান যে কিমের সাথে তাঁর সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ছিল এবং তারা একে অপরকে পছন্দ করতেন।

এছাড়া ট্রাম্প বাইডেন প্রশাসনের উপর ও কথা বলেন। তিনি বলেন, ‘বাইডেন প্রশাসন ভেবেছিল উত্তর কোরিয়া একটি বড়সড় হুমকি। কিন্তু কিম এখন একটি পরমাণু শক্তিধর রাষ্ট্রের নেতা এবং আমাদের মধ্যে বোঝাপড়িয়ে আছে।’

ট্রাম্প মার্কিন ইতিহাসে একমাত্র প্রেসিডেন্ট যিনি উত্তর কোরিয়ার কোনো নেতার সাথে সামনাসামনি দেখা করেছেন এবং কিম জং-উনের সাথে তিনি তিনটি সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে