ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের হামলা; নিহত ৭

২০২৫ জানুয়ারি ২১ ১৯:২৯:০২
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের হামলা; নিহত ৭

ডুয়া ডেস্ক: ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চললেও অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে৭ ফিলিস্তিনি নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। হামলায় আহত হয়েছে অন্তত ৩৫ জন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে, ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল যে, তাদের সৈন্য, পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো জেনিনে একটি সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে। তবে এ বিষয়ে তারা বিস্তারিত জানায়নি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, পশ্চিম তীরের জেনিনে আইডিএফের (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) অভিযান একটি নির্ধারিত লক্ষ্য অর্জনের অংশ, যা জুদিয়া ও সামারিয়া অঞ্চলে নিরাপত্তা জোরদার করতে সহায়ক। পশ্চিম তীরকে ইসরায়েল জুদিয়া ও সামারিয়া নামে ডাকে।

নেতানিয়াহু আরও জানান, গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং জুদিয়া ও সামারিয়ায় ইরানি অক্ষের শাখা বিস্তার রোধে তারা ধারাবাহিক ও দৃঢ় অভিযান চালিয়ে যাচ্ছে।

এই হামলার আগে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ কয়েক সপ্তাহ ধরে শহর ও শরণার্থী শিবিরে নিরাপত্তা নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার জন্য অভিযান চালাচ্ছিল। গত সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় শরণার্থী শিবিরে অন্তত তিন ফিলিস্তিনি নিহত এবং আরও অনেকে আহত হয়েছিল।

গাজায় যুদ্ধবিরতির কয়েকদিন পর জেনিনে এই হামলার ঘটনা আরও সহিংসতার আশঙ্কা তৈরি করেছে। এর আগে সোমবার, ইসরায়েলি বসতকারীরা ইসরায়েলি বাহিনীর সহায়তায় গাড়ি ও বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পশ্চিম তীরের বিভিন্ন স্থানে অন্তত ২১ জন ফিলিস্তিনিকে আহত করে।

পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া ডোনাল্ড ট্রাম্প। এর ফলে পশ্চীম তীরে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে