ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

ভুয়া বিশ্ববিদ্যালয়ের সন্ধান পেলো ইউজিসি

২০২৫ জানুয়ারি ২১ ১৮:১৯:৩৩
ভুয়া বিশ্ববিদ্যালয়ের সন্ধান পেলো ইউজিসি

ডুয়া নিউজ: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি নামক একটি অননুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবৈধ কার্যক্রম পরিচালনার প্রমাণ পেয়েছে, যা মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে চলছে। ইউজিসি শিক্ষার্থী, অভিভাবক ও চাকুরিদাতা প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়ে বলেছে যে, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (https://eaub.info/) এ দেওয়া ভুয়া তথ্যের ভিত্তিতে কোনো ধরনের প্রতারণার শিকার না হন।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) ইউজিসির পাবলিক রিলেশন্স ম্যানেজমেন্ট শাখার পরিচালক ড. শামসুল আরেফিন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি প্রতিষ্ঠিত বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের মানব সম্পদ শাখার দায়িত্বশীল কর্মকর্তার এক অনুরোধের প্রেক্ষিতে ইউজিসি বিশ্ববিদ্যালয়টির সনদের সঠিকতা যাচাইয়ের উদ্যোগ নেয়। সরকার অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় নাম না পাওয়ায় বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়।

সরেজমিন পরিদর্শনের জন্য ইউজিসি একটি টিম গঠন করে, যা ২০ জানুয়ারি পূর্ব মেরুল বাড্ডায় ইস্ট এশিয়ান ইউনিভার্সিটির ক্যাম্পাস পরিদর্শন করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়টির কোনো ক্যাম্পাসের অস্তিত্ব নেই এবং এটি বাংলাদেশ সরকার, ইউজিসি, ফার্মেসি কাউন্সিল এবং বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক কোন অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা করছে।

কোম্পানির নাম গুগল সার্চে টাইপ করলে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের নামসহ লোগো প্রদর্শিত হয়, কিন্তু ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি ক্লিক করলেই ইবাইস ইউনিভার্সিটির পেইজ খুলে।

প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে, সনদ বাণিজ্যের জন্য অননুমোদিত কলেজটি অবৈধ কার্যক্রম পরিচালনা করছে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://eaub.info/) ডোমেইনটি দ্রুত বন্ধ করতে বিটিসিএল-কে আবেদন জানানো উচিত।

এছাড়া, সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার জন্য শিক্ষামন্ত্রণালয়কে দুর্নীতি দমন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে এবং জনগণকে সতর্ক করার জন্য জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের সুপারিশ করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে